promotional_ad

পাকিস্তানের তিন সংস্করণে একই অধিনায়ক চান আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছিল পাকিস্তান দল। এরপরই দেশটির ক্রিকেটাঙ্গনে দেখা গিয়েছে নানান রকমের পরিবর্তন। যেখানে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল বাবর আজমকে। ফলে সাদা পোশাকের দায়িত্ব পান শান মাসুদ ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। এরপরও দলটি কোনো সফলতা পাচ্ছে না।


আরো পড়ুন

৩ বলে আউট ৪ জন, শাকিল ‘টাইমড আউট’

১৮ ঘন্টা আগে
অনুশীলনে সাউদ শাকিল, ফাইল ফটো

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি মনে করেন তিন সংস্করণে ভিন্ন অধিনায়কের চিন্তা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সরে আসা উচিত। তার মতে একজনকেই সকল সংস্করণের দায়িত্ব দেয়া হোক। যেখানে থাকবে না কোনো সহ-অধিনায়ক। যাতে সম্পূর্ণ দল একজনকেই অনুসরণ করে। এবং তাদের সকলের কাছে একটা পরিষ্কার বার্তা থাকে।


এনডিটিভিকে দেয়া এক সাক্ষতাকারে আফ্রিদি বলেন, 'সব সংস্করণের জন্য পিসিবিকে একজন অধিনায়ক রাখতে হবে। এমনকি দলে কোনো সহ-অধিনায়কেরও প্রয়োজন নেই। যাতে দলের দায়িত্বে থাকা খেলোয়াড় (অধিনায়ক) বাকিদের কাছে একটি পরিষ্কার বার্তা দিতে পারে।'

অবশ্য বিশ্বকাপের ব্যর্থতার দায়ে শুধু অধিনায়ক নয়, দলটির টিম ম্যানেজমেন্টেও এসেছিল বিশাল পরিবর্তন। যেখানে মিকি আর্থারকে সরিয়ে দলটির ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব দেয়া হয়েছিল সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। কিন্তু তার অধীনে এখনো পর্যন্ত কোনো ভালো ফলাফল পায়নি দলটি।



promotional_ad

দায়িত্ব নেয়ার পর হাফিজের প্রথম সিরিজের অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল মাসুদের দল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো রকম হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা। আফ্রিদি মনে করেন একটি সিরিজ দিয়ে হাফিজ বা দলকে বিচার না করে তাদের সময় দেয়া উচিত। এমনকি আসন্ন বিশ্বকাপের জন্যও দলে পরিবর্তন আনার পক্ষে নন তিনি।


আফ্রিদি বলেন, 'আপনি যদি মনে করেন মোহাম্মদ হাফিজ ভালো তাহলে শুধু একটি সিরিজে তাকে বিচার করবেন না। তাকে আরো সময় দিন এবং একই কথা অধিনায়কের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাদের তিন বছর সেখানে থাকা উচিত। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা লড়াই এর জন্য কঠিন একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। তাই আমি মনে করি না এখন এই সংস্করণে কোনো পরিবর্তন আনা ঠিক হবে।"


এই দলের উপর ভরসা রাখার ব্যাপারে তিনি বলে, 'আমাদের শুধু এই দলের খেলোয়াড়দের সঙ্গেই চালিয়ে যেতে হবে। তাদের আত্মবিশ্বাস দিতে হবে। তবে হ্যাঁ আমি ফখর জামান এবং সাইম আইয়ুবকে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে দেখতে চাই।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball