promotional_ad

বিপিএলের শেষদিকে অলরাউন্ডার সাকিবকে পাওয়ার আশা সোহানের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৫ মার্চ ২৫
ফাইল ছবি

নিয়মিত অনুশীলন করলেও চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। যে কারণে রংপুর রাইডার্সের হয়ে শুধুমাত্র স্পিনার হিসেবে খেলেছেন তারকা এই অলরাউন্ডার। তবে বিপিএলের শেষদিকে সাকিবকে ব্যাটার-বোলার দুই ভূমিকাতেই পাওয়া যাবে বলে আশা করছেন নুরুল হাসান সোহান।


বিশ্বকাপ থেকে চোখের সমস্যা বয়ে বেড়ানো সাকিব প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন। যেখানে তার চোখের সমস্যা স্পষ্ট বোঝা যাওয়ার পর চক্ষু বিশেষজ্ঞ দেখাতে সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরে একটি ম্যাচে ব্যাটিং করেছিলেন তিনি। যদিও সেটা একেবারে আট নম্বরে। বিপিএলে সচরাচর এমন জায়গায় ব্যাটিং করতে দেখা যায় না।



promotional_ad

তাতে ক্রমশই স্পষ্ট হচ্ছিলো তার সমস্যা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব। তবুও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটিং করতে দেখা যায়নি রংপুরের অলরাউন্ডারকে। যদিও ম্যাচের শুরু থেকেই প্যাড ও হেলমেট পড়ে ডাগ আউটে বসেছিলেন সাকিব।


আরো পড়ুন

ফজলে রাব্বি ও সোহানের হাফ সেঞ্চুরিতে ধানমন্ডির জয়

৪ মার্চ ২৫
ধানমন্ডিকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি

ম্যাচ শেষে সোহান জানালেন, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে দ্রুত দুই-তিনটি উইকেট পড়লেই ব্যাটিংয়ে দেখা যেতো তাকে। এ প্রসঙ্গে সোহান বলেন, ‘দলের পরিকল্পনা ছিল, যদি দ্রুত উইকেট পড়ে যায়, তাহলে হয়তো সাকিব ভাই নামতেন ব্যাটিংয়ে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই পরিকল্পনাটা করা হয়েছিল।’


সাকিবকে নিয়ে বারংবার প্রশ্ন করায় খানিকটা বিরক্তই ছিলেন সোহান। পরবর্তীতে তাই সাকিবকে সংবাদ সম্মেলনে পাঠানোর কথা জানিয়েছেন তিনি। রংপুরের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, পরের সংবাদ সম্মেলনে সাকিব ভাইকে আমি অনুরোধ করব তিনিই যেন আসেন। কারণ, আপনাদের অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর যেন তিনি দিতে পারেন।’



এখন পর্যন্ত চার ম্যাচ খেলা সাকিব দুটি ম্যাচে ব্যাটিং করেছেন। বাকি দুটিতে খেলেছেন কেবল একজন বোলার হিসেবে। নিয়মিত অনুশীলন করায় সাকিবের সমস্যা আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানান সোহান। সেই সঙ্গে রংপুরের অধিনায়ক নিশ্চিত করেছেন, টুর্নামেন্টের শেষদিকে সাকিবকে ব্যাটিংয়েও পাওয়া যাবে।


সোহান বলেন, ‘সাকিব ভাই অনুশীলন করছেন। এমনকি ছুটির দিনগুলোতেও নিজে নিজে ব্যাটিং অনুশীলন করছেন। সেখান থেকে আত্মবিশ্বাসটা পাচ্ছেন। তার চোখে যে সমস্যাটা হচ্ছে, ওটার আস্তে আস্তে উন্নতি হচ্ছে। ইনশা আল্লাহ টুর্নামেন্টের শেষ দিকে সাকিব ভাইকে আমরা পুরোদমে ব্যাটিংয়ে দেখতে পাব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball