promotional_ad

ভারতের স্পিন চ্যালেঞ্জের জন্যও তৈরি ম্যাককালামের ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৫ মার্চ ২৫
ফাইল ছবি

ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের তৈরি আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোশল 'বাজবল' নামে পরিচিতি পেয়েছে। ঘরের মাঠে সাফল্য পেলেও বাজবল উপমহাদেশের মাটিতে কাজে লাগবে কিনা তা নিয়ে ছিল সংশয়। ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টেই ভারতকে ২৮ রানে হারিয়ে চমকে দিয়েছে ইংল্যান্ড।


স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে মাঠে নামবে ইংল্যান্ড। সেখানে স্পিনাররা আরও বেশি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইংলিশ প্রধান কোচ ম্যাককালাম জানিয়েছেন তারা স্পিন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। প্রয়োজনে আরেক স্পিনার শোয়েব বশিরকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। খুব বেশি প্রথম শ্রেনির ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও তার স্পিন ভারতে কাজে লাগবে বলে আশাবাদী ম্যাককালাম।



promotional_ad

তিনি বলেন, 'সে আবুধাবিতে আমাদের ক্যাম্পে ছিল এবং সে তার দক্ষতার প্রদর্শনী দিয়ে আমাদের মুগ্ধ করেছে। এই দলের সঙ্গে সে মানানসই। টম হার্টলির মতোই তার অল্প বিস্তর প্রথম শ্রেনির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমরা ধারণা করেছিলেন তার এই অভিজ্ঞতাই এখানে আমাদের সাহায্য করবে।'


আরো পড়ুন

ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

১৪ ঘন্টা আগে
অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন রঞ্জি মাতানো সরফরাজ খান। ম্যাককালাম জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে তাদের ভাবনায় থাকবেন এই ভারতীয় ব্যাটার। সেই সঙ্গে ভারতের স্পিনারদের মোকাবেলা করতে ইংল্যান্ডের ব্যাটাররা ভয় পাবে না বলে মন্তব্য করেছেন ম্যাককালাম।


তার ভাষ্য, 'পরবর্তী টেস্টে সে আমাদের হিসেবে থাকবে। উইকেট যদি বেশি টার্ন করে তাহলেও আমরা সব স্পিনারদের খেলতে ভয় পাবো না।' প্রথম টেস্টে ৭ উইকেট নিয়ে ভারতকে একাই ভারতকে ধসিয়ে দিয়েছেন টম হার্টলি। তাকেও প্রশংসায় ভাসিয়েছেন ম্যাককালাম।



তিনি বলেন, 'আমরা তার মধ্যে এমন কিছু দেখেছি যা আমরা ভেবেছিলাম এখানে কাজে দেবে। সে একটি দৃঢ় চরিত্রের অধিকারী এবং অধিনায়ক তাকে যেভাবে পরিচালনা করেছে সেটাও বেশ অসাধারণ ছিল। সে স্পষ্টতই আমাদের টেস্ট জয়ের জন্য বোলিং করেছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball