দলকে জেতাতে পারলে সবসময়ই ভালো লাগে: বিজয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন

১৮ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের ৯ আসরে কোনোবারই খুলনা নিজেদের আলাদাভাবে প্রমাণ করতে পারেনি। প্রতিবারই ব্যর্থতা সঙ্গী হয়েছে তাদের। খুলনা টাইটান্স দুইবার ও খুলনা রয়্যাল বেঙ্গলস একবার মাত্র প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে।


খুলনার আর কোনো ফ্র্যাঞ্চাইজি সেরা চারে জায়গা করে নিতে পারেনি। যদিও সাকিব আল হাসান থেকে শুরু করে তাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা গেছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের। কারো হাত ধরেই সাফল্যের ধ্রুবতারার দেখা পায়নি খুলনা। এবার এনামুল হক বিজয়ের পরশে বদলে গেছে দলটির চিত্র।


promotional_ad

এবারের বিপিএলে চার ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে খুলনা। ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই দলকে পথ দেখাচ্ছেন অধিনায়ক বিজয়। দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটে হারানোর দিনে বিজয় অপরাজিত ছিলেন  ৫৮ রানে। ৪৮ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন এই উইকেটকিপার ব্যাটার।


আরো পড়ুন

শুধু বিজয়ের ওপর দোষটা দেয়াটা বোকামি হবে: শান্ত

২৮ জুন ২৫
নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

এমন পারফরম্যান্সের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিজয় জানিয়েছেন দেশি বা বিদেশি ক্রিকেটারদের মধ্যে কোনো পার্থক্য করতে চান না তিনি। দল হিসেবে তারা পারফর্ম করতে চান। বিশেষ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরে দারুণ খুশি খুলনার অধিনায়ক।


ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে বিজয় বলেছেন, 'জেতাতে পারলে সব সময় ভালো লাগে। আশা করি সবাই অবদান রাখুক। দেশি-বিদেশি বলে কিছু না সবাই টিমমেট। সবাই দলের জন্য জিততে চায়। সবাই সেটাই চেষ্টা করছে। দলকে জেতাতে পেরে ভালো লাগছে।'


এই বিপিএলে ৪ ইনিংসে ব্যাট করে ৬৫ গড়ে বিজয়ের করেছেন ১৩০ রান। চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে বিজয় আছেন ৭ নম্বরে। বিজয় নিশ্চিতভাবেই চাইবেন এই পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখে দলকে প্লে অফে নিয়ে যেতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball