অধিনায়ক হিসেবে এটাই আমার সেরা জয়: স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
ঘরের মাঠে অপ্রতিরোধ্য দল ভারত। টেস্টে তাদের পরিসংখ্যানটা আরো দারুণ। তাদের বিপক্ষে 'বাজবল' তত্ত্ব কাজ করবে কিনা, এমন আলোচনা ছিলো বেশ লম্বা সময়। কিন্তু সব আলোচনার সমাপ্তি ঘটিয়ে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে। অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এটাই বেন স্টোকসের প্রথম জয়। তাই অধিনায়ক হিসেবে এই জয়কেই সেরা মানছেন তিনি।
সাম্প্রতিক বছরে ইংল্যান্ডের টেস্ট বদলে গেছে পুরোপুরি। যার পেছনে রয়েছে দলটির অধিনায়ক বেন স্টোকস ও হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। সাদা পোশাকে ধুঁকতে থাকা দলকে নতুন পথ দেখিয়েছেন তারা। যেখানে স্টোকসের দলের দায়িত্ব নেয়ার আগে ইংল্যান্ড শেষ ১৮ টেস্টের মাত্র দুটিতে জয় পেয়েছিল। সেখানে স্টোকসের দায়িত্ব নেয়ার পর বদলে গেছে সেই পরিসংখ্যান।

২০২২ সালে জো রুট টেস্ট দলের দায়িত্ব ছাড়লে দলটির নতুন অধিনায়ক হন স্টোকস। এরপর একের পর এক জয়ের মুখ দেখে তারা। সবশেষ ১৮ টেস্টের ১৩ টিতেই জয় পেয়েছে ইংলিশরা। যেখানে অ্যাশেজেও রয়েছে তাদের দারুণ জয়। কিন্তু গতকাল ভারতের বিপক্ষে জয়কেই অধিনায়ক হিসেবে নিজের সেরা জয় বলছেন তিনি।
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
নিজের সেরা জয় প্রসঙ্গে স্টোকস বলেন, ‘আমি অধিনায়ক হওয়ার পর থেকেই অনেক দুর্দান্ত জয় পেয়েছি। কিন্তু এই জয়টা নিঃসন্দেহে বলতে পারি আমাদের অন্যতম সেরা জয়। আমি অধিনায়ক হিসেবে প্রথমবার ভারতে এসেছি। আমি এখানে অনেক কিছু পর্যবেক্ষণও করেছি। আমি দেখেছি কীভাবে ভারতীয় স্পিনাররা বোলিং করেছে। দেখেছি অধিনায়ক রোহিত শর্মা কীভাবে ফিল্ডিং সেট করেছে।’
অবশ্য ইংল্যান্ডের টেস্ট জয়ের পেছনে দারুণ ভূমিকা রেখেছেন কাঁধের অপারেশন করা ওলি পোপ। তার ১৯৬ রানের ইনিংসেই লড়াইয়ের পুঁজি পায় তারা। বাকি কাজটা করেছেন অভিষিক্ত টম হার্টলি। প্রথম ইনিংসে দুই উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে এই স্পিনার নিয়েছেন ৭ উইকেট। স্টোকসের মতে তাদের এমন পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলেছে।
ইংল্যান্ডের জয়ের দুই নায়ককে নিয়ে স্টোকস বলেন, ‘আমি সবার জন্য খুব খুশি। হার্টলি (দুই ইনিংস) নয়টা উইকেট নিয়েছে। পোপ কাঁধের অপারেশনের পরেও অনবদ্য সেঞ্চুরি করেছে। যেখানে টম (হার্টলি) প্রথমবার স্কোয়াডে জায়গা পেয়েছে। এই জয়, এই পারফরম্যান্স দারুণভাবে আত্মবিশ্বাস জোগাবে (দলকে)।’