আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরুষদের চেয়ে নারী বিশ্বকাপে বেশি অর্থ পুরষ্কারের ঘোষণা আইসিসির

১ সেপ্টেম্বর ২৫
বাংলাদেশ নারী দল, ফাইল ফটো

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে এখন থেকে আগের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সব সুযোগ সুবিধা পাবে শ্রীলঙ্কা।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারী হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দেশটি। এ কারণে আইসিসির সবধরনের সুযোগ সুবিধা সরিয়ে নেয়া হয়ে তাদের কাছ থেকে।


promotional_ad

এমনকি সরিয়ে নেয়া হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। সেই বিশ্বকাপ এখন অনুষ্ঠিত হচ্ছে সাউথ আফ্রিকায়। নিষেধাজ্ঞার পর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যক্রম পর্যবেক্ষণে রেখেছিল আইসিসি। তারা জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটে এখন আর কোনো সমস্যা নেই।


তাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়েই সরিয়ে নেয়া হয়েছে নিষেধাজ্ঞা। গত ১০ নভেম্বর শ্রীলঙ্কা সদস্য পদ বাতিল করলে অবাক হন সবাই। তারা আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়েও ছিল শঙ্কা, সংশয়। 


২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নিষেধাজ্ঞা থাকলেও আইসিসির টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে কোনো বাধা নেই তাদের। মূলত গত নভেম্বরে দুর্নীতির অভিযোগ তুলে পুরো ক্রিকেট বোর্ডকেই তখনকার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে বরখাস্ত করেন। এরপর থেকেই শুরু বিতর্ক।


বোর্ডের নতুন সভাপতি করা হয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। যদিও আদালতের আদেশে অন্তর্বর্তীকালিন এই কমিটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর আইসিসি নিষধাজ্ঞা দেয়ার পর এসএলসির মূল বোর্ডই কার্যক্রম পরিচালনা করছিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball