আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, ওয়ানডেতে কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে গ্যারি সোবার্স ট্রফি জিতেছেন প্যাট কামিন্স। এদিকে ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন বিরাট কোহলি এবং টেস্টে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন উসমান খাওয়াজা। এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
পুরো বছরে অধিনায়কত্বের সঙ্গে নিজের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন কামিন্স। তিন সংস্করণ মিলে ২০২৩ সালে ২৪ ম্যাচ খেলা তারকা এই পেসার বল হাতে ৫৯ উইকেটের পাশাপাশি ৪২২ রান করেছেন। ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হারলেও টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বাজিমাত করে তারা। ওভালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজও জিতে কামিন্সের দল। বছরের শেষে সবচেয়ে বড় ওয়ানডে বিশ্বকাপও জিতে নেয় অজিরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং ট্রাভিস হেড থাকলেও শেষ পর্যন্ত তার হাতেই উঠেছে গ্যারি সোবার্স ট্রফি।
কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
৮ মার্চ ২৫
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে র্যাচেল ফ্লিন্ট পুরস্কার জিতেছেন ন্যাট সিভার ব্রান্ট। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। যেখানে টেক্কা দিয়েছেন অ্যাশলে গার্ডনার, বেথ মুনি এবং চামারি আতাপাত্তু। পুরো বছরে দারুণ পারফর্ম করা সিভার ২০২৩ সালে ১৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ৮৯৪ রান করেছেন।
বল হাতে সিভারের শিকার ৯ উইকেটে। এদিকে মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার আতাপাত্তু। ৮ ম্যাচ খেলা লঙ্কান এই ব্যাটার ৪১৫ রান করেছেন। সেই সঙ্গে বল হাতে একটি উইকেটও আছে তার। ছেলেদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কোহলি। গত বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি।
যেখানে ওয়ানডে সেঞ্চুরিতে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা কোহলির ব্যাট থেকে ২০২৩ এসেছে ১ হাজার ৩৭৭ রান। ২৭ ম্যাচে বল হাতে ১ উইকেট নেয়া এই ক্রিকেটার ১২টি ক্যাচ নিয়েছেন। যার ফলে বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কোহলি।
টেস্টের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন খাওয়াজা। ২০২৩ সালে ১৩ ম্যাচে ১ হাজার ২১০ রান করেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভারতের বিপক্ষে ১৮০ রানের ইনিংসও আছে খাওয়াজার।