ইংল্যান্ড সিরিজে কোহলির বদলি রজত পতিদার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি
২ ঘন্টা আগে
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। যেখানে দলটি নিজেদের তারকা ব্যাটার বিরাট কোহলিকে সিরিজের প্রথম দুই ম্যাচে পাচ্ছে না। ব্যক্তিগত কারণেই নিজের নাম সরিয়ে নিয়েছেন কোহলি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একদিন পরই তার বিকল্প ঘোষণা করেছে। কোহলির বদলি হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করেছে তারা।
সাম্প্রতিক সময়ে টেস্ট সংস্করণে ভারতের পাইপলাইনে ছিলেন রজত। গত সপ্তাহে আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। আরেকটি ওয়ার্ম-আপে তিনি করেন ১১১ রান। গত বছর সাউথ আফ্রিকায় ভারতের 'এ' দলেও দারুণ পারফরম্যান্স ছিল তার। এবার টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে আছেন এই মিডল অর্ডার ব্যাটার।

আগামী ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কিন্তু সিরিজ শুরু হওয়ার মাত্র তিন দিন আগেই নিজের নাম সরিয়ে নেন কোহলি। অবশ্য তার দলে না থাকার ব্যক্তিগত কারণটা জানানো হয়নি। তবে বিসিসিআই নিশ্চিত করেছে দলের অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করেই তার এমন সিদ্ধান্ত নেয়া।
'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন
২ ঘন্টা আগে
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, ‘বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, দেশের প্রতিনিধিত্ব করাটাকেই তিনি সবার ওপরে স্থান দেন। কিন্তু এখন ব্যক্তিগত একটি বিষয়ে তার উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকায় এমন সিদ্ধান্ত।’
এর আগে এক বছরের বেশি সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পান কোহলি। কিন্তু আফগানিস্তানে বিপক্ষে তিন ম্যাচের সেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি থেকেও ব্যক্তিগত কারণে নিজের নাম সিরিয়ে নিয়েছিলেন তিনি। যদিও পরের দুই ম্যাচেই আবার দলে ফিরেছিলেন।
অবশ্য তার ব্যক্তিগত কারণটা কি সেটা এবারও জানা জায়নি। তাই বিসিসিআই তাদের দেয়া সেই বিবৃতিতে মিডিয়া ও ভক্তদের অনুরোধ করেছে কোহলির ব্যক্তিগত কারণের কোনো ভুল অনুমান না করতে। বরং আসন্ন টেস্ট সিরিজের জন্য ভক্তদের ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করার অনুরোধ জানায় বোর্ডটি।
এদিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড পাচ্ছে না হ্যারি ব্রুককে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও নিজের নাম সরিয়ে নিয়েছেন এই সিরিজ থেকে। রবিবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি থেকে জানানো হয়েছে, পুরো সিরিজে আর ভারতেই ফিরবেন না তিনি। তার পরিবর্তে ড্যান লরেন্সের নাম ঘোষণা করে ইসিবি।