promotional_ad

মাশরাফিকে নিয়ে করা আশরাফুলের মন্তব্যকে পাত্তা দিচ্ছে না সিলেট

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট

২৮ ডিসেম্বর ২৪
২০২০ সালে মিরপুরের একাডেমি মাঠে রানিং করছিলেন মাশরাফি বিন মুর্তজা

হাঁটুর চোটে ভুগতে থাকলেও মাশরাফি বিন মুর্তজার অধীনেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছে সিলেট স্ট্রাইকার্স। পুরোপুরি ফিট না হওয়ায় একজন ক্রিকেটারকে খেলানোয় বিপিএলকে ছোট করা হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন মন্তব্যকে পাত্তা দিচ্ছে না সিলেটের মালিকপক্ষ।


২০১৯ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে না থাকা মাশরাফিকে মাঠের ক্রিকেটে কেবল দেখা যায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বিপিএলে। সবশেষ ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন মাশরাফি। এরপর প্রায় ৮ মাসের মতো মাঠে দেখা যায়নি তাকে। কদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ত সময় পার করায় বিপিএলের জন্য প্রস্তুতি নিতে পারেননি তিনি।


গুঞ্জন ছিল হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় বিপিএলের এবারের আসরে নাও দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। যদিও বিপিএল শুরুর আগের দিন হুট করেই বিসিবির একাডেমি মাঠে চলে আসেন মাশরাফি। যদিও অনুশীলন করেননি তিনি। টুর্নামেন্ট শুরুর আগে নিশ্চিত করা হয় মাশরাফিই সিলেটের অধিনায়ক হিসেবে বিপিএল মাতাবেন। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেনও তিনি।



promotional_ad

ব্যাটিংয়ের নামার প্রয়োজন না হলেও বোলিং করেছিলেন ২.৩ ওভার। পেস বোলার হিসেবে তারকা খ্যাতি থাকলেও মাশরাফি এদিন বোলিং করেছেন স্পিনারদের মতো রান আপ নিয়ে। বোলিংয়ে আগের মতো গতি না থাকার সঙ্গে ফিটনেস ইস্যুতে সমালোচনা হচ্ছে ব্যাপক। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের দিন ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে আনফিট অবস্থায় খেলা মাশরাফির সমালোচনা করেছেন আশরাফুল।


আরো পড়ুন

বিপিএলের মান উন্নয়ন নিয়ে রাজিন-নাফিস-আশরাফুলদের সঙ্গে বিসিবির বৈঠক

১৭ ফেব্রুয়ারি ২৫
সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুক আহমেদের বৈঠক, ক্রিকফ্রেঞ্জি

এমন অবস্থায় মাশরাফির খেলাকে ভালোভাবে নেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি মনে করেন, মাশরাফি এভাবে খেলায় বিপিএলের মান কমে যাচ্ছে। যদিও আশরাফুলের মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের ও সিলেট স্ট্রাইকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশরাফুল যেটা কমেন্ট করার সেটা কমেন্ট করেছে। আমাদের কাছে এটা ম্যাটার করে না।’


নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২.৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়েছিলেন মাশরাফি। প্রথম দুই ওভারে ভালো বোলিং করে একটি উইকেটও নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ব্যাটিং করলেও বোলিংয়ে দেখা যায়নি সিলেটের অধিনায়ককে। অনুশীলনেও সেভাবে বোলিং নিয়ে কাজ করতে দেখা যায়নি তাকে। হেলাল জানান, মাশরাফি ধীরে বোলিং করলেও ম্যাচ খেলার মতো ঠিক আছে।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবশেষ যে ম্যাচটা ছিল সেখানেও আপনারা দেখেছেন সে বোলিং করেছে এবং সে ভালো করেছে। ২ ওভারে ৯ রান দিয়ে..। হ্যাঁ, পায়ে একটু ব্যথা ছিল, সে সেরে উঠছে। হয়ত আগের মতো সে পেস দিয়ে বোলিং করে না, বল খানিকটা ধীরগতির। আমার মনে হয় সে ম্যাচ খেলার মতো ঠিক আছে।’



মাশরাফিকে প্রশ্ন তোলায় খানিকটা অবাক হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যবস্থাপনা পরিচালক। হেলাল বলেন, ‘আপনারা তো সবসময় বলেন আমাদের ভালো মেন্টর, ভালো মানুষ, এমন একজন দরকার যে সঠিক পথ দেখাবে বাংলাদেশের ক্রিকেটের। আমার মনে হয় এখানে যদি আপনি মাশরাফির মতো একজনকে পান তাহলে প্রশ্নগুলো কেন আসছে? আপনি যদি ক্রিকেট জানেন তাহলে এসব কিছুর আমি মানে খুঁজে পাই না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball