promotional_ad

বাবর এমন প্লেয়ার না যে মেরে ম্যাচ জিতিয়েছে: মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

৫ মার্চ ২৫
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

সিলেট স্ট্রাইকার্সকে মাত্র ১২০ রানে থামিয়ে দিয়েছিল রংপুর রাইডার্স। অনেকেই ধারণা করেছিলেন এই ম্যাচ অনায়েশে জিতে নেমে রংপুর। তবে তেমনটা হতে দেননি লঙ্কান স্পিনার দুশান হেমান্থা। এই স্পিনার ৪ বলে ৩ উইকেট নিয়ে রংপুরের ইনিংসে ধস নামিয়েছিলেন ৩৯ রানের মধ্যে উপরের সারির ৬ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল দলটি।


অবশ্য বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর। বাবর অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৬ রান করে, ওমরজাই করেছেন ৩৫ বলে অপরাজিত ৪৭ রান।ম্যাচ শেষে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন ১৪০ রান করতে পারলে রংপুরের জন্য এই ম্যাচ বেশ কঠিন হতো। বিশেষ করে বাবর আজম মেরে খেলে জেতানোর মতো ক্রিকেটার নন বলেও মনে করেন তিনি।



promotional_ad

মাশরাফি বলেন, 'না ওই সময় না। ওর জন্য এটা খুব আইডিয়াল ম্যাচ এটা। কারণ, রানে বল খেলা ওর জন্য খুব সহজ। এই কাজে ও মাস্টার আমার কাছে মনে হয়। তো রানটা যদি ১৪০ হতো তখন ওর জ???্য খুব ডিফিকাল্ট হতো। ওর ব্যাটিংয়ের যে ধরন যদি ১২০ বলে ১২০ করা এক হিসাব, ১৪০ করা তখন আরেক হিসাব। এই জন্য বলছিলাম, মাঝখানের ওভারে ৩-৪ করে তিন-চারটা ওভার দেওয়া যেত তাহলে ও প্রেশার ফিলটা করতে পারত। যেটা হয়তোবা আমরা পারি নি। যে সিচুয়েশন ছিল, অবশ্যই বাবর আজম অভিজ্ঞ প্লেয়ার এমন না যে ও মেরে ম্যাচ জেতিয়েছে।'


আরো পড়ুন

‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট

২৮ ডিসেম্বর ২৪
২০২০ সালে মিরপুরের একাডেমি মাঠে রানিং করছিলেন মাশরাফি বিন মুর্তজা

রংপুরের ওপেনার রনি তালুকদার আউট হয়েছেন মাত্র ৬ রান করে। এরপর ব্রেন্ডন কিং ০ ও নুরুল হাসান সোহান আউট হয়েছেন মাত্র ৮ রান করে। এরপর ইনিংসের সপ্তম ওভারে হেমান্থা শামীম পাটোয়ারি, মোহাম্মদ নবি ও শেখ মেহেদীকে ফিরিয়ে দিলে চাপে পড়ে রংপুর। সেখান থেকে ওমরজাইকে নিয়ে ৬৮ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন সে জুটি গড়ে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বাবর।


মাশরাফি বল হাতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। তবে তার বিশ্বাস বাবর-ওমরজাইয়ের মধ্যে থেকে যেকোনো একজনকে দ্রুত আউট করতে পারলে ম্যাচটি ভিন্নরকমও হতে পারত। মাশরাফি মনে করেন তার দলের বোলাররা চাপ ধরে রাখতে পারেননি।



মাশরাফির ভাষ্য, 'আমরা অপনেন্টকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি নি। ওইখান থেকে একটা উইকেট নিতে পারলে টেল এন্ডার। স্ট্রাইক রোটেড করতে না পারলে ওকে শটস খেলতে হতো তখন মিস্টেকস হতো। বাবর আজম ও রকম শটস খেলা প্লেয়ার না যে আসলে গেম শটস খেলে চেঞ্জ করে দিবে। ওই প্রেশারটা আমরা কোনো দিক থেকে রাখতে পারি নি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball