সামনে বিশ্বকাপ কিনা এসব নিয়ে ভাবছি না: তানজিদ তামিম

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
গেইলের ছক্কার রেকর্ড ভাঙা নিয়ে ভাবছেন না তানজিদ
২২ জানুয়ারি ২৫
জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করতে পারলে সুযোগ মিলতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনার জানান, বিশ্বকাপের কথা ভেবে বিপিএলে কোনো চাপও নিচ্ছেন না তিনি।
বিপিএল শেষ হওয়ার মাস তিনেক পর বিশ্বকাপ হওয়ায় দল গঠনে বড় ভূমিকা রাখবে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। বিপিএলে ভালো করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এমন নজির আছে বাংলাদেশের ক্রিকেটে। গত বছর ২০ ওভারের টুর্নামেন্টে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নেন তাওহীদ হৃদয়।

তরুণদের সামনে সুযোগ থাকছে এবারও। কদিন আগে ওয়ানডে বিশ্বকাপ খেলা তানজিদ তামিম বিপিএলে ভালো করলে কপাল খুলতে পারে টি-টোয়েন্টি দলেও। সেসব নিয়ে অবশ্য এখন ভাবতে চান না তরুণ এই ওপেনার। আপাতত বিপিএলের প্রতিটি ম্যাচে নিজের ফোকাস রাখতে চান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে তানজিদ তামিম বলেন, ‘আসলে চাপের কিছু নেই। এই জিনিসটা নিয়ে কোনো চিন্তাই করছি না। আমি শুধু মাত্র বিপিএল খেলা হচ্ছে, প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ ফোকাস করছি। আমার পরের ম্যাচ যেটা সেটার জন্য ফোকাস করছি। আজকে যে ম্যাচটা হয়েছে সেটা কিন্তু অতীত হয়ে গেছে। আর সামনে বিশ্বকাপ কিনা এসব নিয়ে আমি ভাবছি না।’
প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে রানের দেখা পেয়েছেন তানজিদ তামিম। বাঁহাতি এই ওপেনারের ব্যাটেই মূলত জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৪৯ রানের ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। তবে হাফ সেঞ্চুরি না পাওয়ায় এবং ম্যাচ শেষ করতে না পারায় আক্ষেপ আছে তার।
তানজিদ তামিম বলেন, ‘তা তো অবশ্যই (ফিফটি মিস করে হতাশ কিনা)। অবশ্যই হতাশ। হাফ সেঞ্চুরি করে আমি যদি ম্যাচটা শেষ করে আসতে পারতাম নিজের কাছে আরও বেশি ভালো লাগতো। আমার দল আরও সহজে জিততে পারতো। চেষ্টা করব এখানে যেগুলো করেছি সেটা সামনে যেন না হয়।’
ঢাকার বিপক্ষে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল জানিয়ে তিনি বলেন, ‘দেখুন, আজকের ম্যাচে আমরা একটা ভালো জয় পেয়েছি। এটা আমাদের দলের জন্য দরকার ছিল। কারণ গত ম্যাচটা আমরা খুব বাজেভাবে হেরেছি আমাদের ব্যাটিংয়ের কারণে। কিন্তু আজকে সবমিলিয়ে ভালো ছিল। দিনের বেলা বল একটু স্পিন হয় আর একটু গ্রিপ করে আসে। রাতের বেলা কুয়াশার কারণে উইকেটটা একটু ভেজা ভেজা থাকে এবং বল স্কিড করে। আমাদের সব উইকেটে মানিয়ে নিয়ে খেলতে হবে। সবদিক থেকে আলহামদুলিল্লাহ ভালো।’