টেস্টের ক্রিকেটাররা ওয়ানডে-টি টোয়েন্টিতেও ভালো খেলতে পারে: জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন
১৮ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। তাকে সাদা পোশাকের ক্রিকেটার হিসেবেই ধরা হয়। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিয়মিত মুখ তিনি। টেস্টে নিয়মিত হলেও বাকি দুই ফরম্যাটেও তিনি ভালো করতে পারবেন বলে বিশ্বাস জয়ের।
এবারের বিপিএলেও খুলনা টাইগার্সের হয়ে খেলছেন জয়। দলটির হয়ে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৪ বলে ৩৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন তিনি। জয় জানিয়েছেন তার সেই আত্মবিশ্বাস আছে টি-টোয়েন্টিতেও ভালো করার।

রবিবার অনুশীলন শেষে গণমাধ্যমকে জয় বলেন, 'একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বলবো যে, এটা কঠিন কিছু না। যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ানডে টি-টোয়েন্টিও ভালো খেলতে পারে আমি বিশ্বাস করি। আমার সেই কনফিডেন্টটা আছে যে টি-টোয়েন্টিতে ভালো করবো।'
সাধারণত টেস্ট ক্রিকেটকেই ক্রিকেটারদের কৌশলের চাবিকাঠি ধরা হয়। জয় নিজেও মনে করেন টেস্টে ভালো করলে বাকি দুই ফরম্যাটে খেলা সহজ হয়ে যায়। বিপিএল শুরুর আগে নিজেকে তৈরি করতে বিকেএসপিতেও অনুশীলন করেছেন তিনি। এটাই তার আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে।
জয়ের ভাষ্য, 'দেখেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে বিকেএসপিতে কয়েকদিন প্রাকটিস করি। ওইখানে আমরা খুব ভালো একটা ফ্যাসিলিটিজ পাই অনুশীলনের। সুতরাং ওখানে টি-টোয়েন্টির জন্য স্ট্রাইকরেট ভালো রাখার ব্যাপারটা নিয়ে কাজ করি। এভাবেই আসলে এডজাস্ট করে নেওয়া।'
নিয়মিত টেস্টে ব্যস্ত থাকার পর টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নেয়া চ্যালেঞ্জিং মানলেও তার বিশ্বাস আগের বিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে তার। জয় বলেন, 'আসলে আমার কাছে ডিফিকাল্ট মনে হয় না। কারণ শেষ ২ সিজন আমি বিপিএল খেলছি এবং ভালোই খেলছি। যে স্ট্রাইকরেট এবং আমার এভারেজ তা ভালোই ছিল।'