promotional_ad

সাকিব ভাই না থাকা স্বস্তির: জাকির

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন জাকির হাসান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তিনি তিনে নেমে ৪৩ বলে অপরাজিত ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। প্রায় ১৬৩ স্ট্রাইক রেটের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন জাকির।


অবশ্য জাকিরের দারুণ ব্যাটিংয়ের দিনে সিলেট স্ট্রাইকার্স হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। সোমবার তারা দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে। তুলনামূলক শক্তিশালী দল হলেও সিলেটের বিপক্ষে খেলার আগে দুঃসংবাদ পেয়েছে রংপুর। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়েছে দলটির প্রাণভোমরা সাকিব আল হাসানকে।



promotional_ad

জাকির মনে করেন সাকিব না থাকায় রংপুরের বিপক্ষে বাড়তি সুবিধা পাবেন তারা। তবে রংপুরের বাকি ক্রিকেটারদের বিপক্ষেও কঠিন লড়াই করেই জিততে হবে। তাই তাদের হালকা করে নেয়ার কিছু দেখছেন না বাঁহাতি এই ব্যাটার।


আরো পড়ুন

সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির

১১ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকির হাসান, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে জাকির বলেছেন, 'অবশ্যই, সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকলে আমাদের জন্য তো স্বস্তিরই। কিন্তু এখনও আমাদের ভালো খেলতে হবে। যে দলই হোক যেখেলোয়াড়ই হোক তার বিরুদ্ধে ভালো খেলতে হবে যদি জিততে হয় ম্যাচ।'


বেশ কিছুদিন ধরেই পায়ের চোটে ভুগছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই চোট নিয়ে সিলেটের হয়ে প্রথম ম্যাচে খেলেছেন তিনি। জাকির মনে করেন মাশরাফি দলে থাকাটাই ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। মাশরাফির কারণে দলের অন্যদের খেলাটা সহজ হয়ে যায় বলেই বিশ্বাস তার।



সিলেটের এই ব্যাটার বলেন, 'আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটা অনুপ্রেরণা বলতে পারেন আমাদের জন্য। কারণ উনি থাকলে অনেক সিদ্ধান্তে অনেক সহজ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়। ওইটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।'


জাকির জানিয়েছেন বিপিএলে তার লক্ষ্য পারফর্ম করে যাওয়া বাকি কাজটা নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। জাকিরের ভাষ্য, 'না, আমার কোনো কষ্ট থাকবে না। আমার কাজ হচ্ছে পারফর্ম করা আর নির্বাচকদের কাজ বাছাই করা। আমি কষ্ট রাখতে চাই না, আমি পারফর্ম করতে চাই। যেখানেই খেলব পারফর্ম করতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball