promotional_ad

এশিয়া কাপ ভুলে ভারতের বিপক্ষে নতুন শুরুর অপেক্ষায় যুবারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

৮ ডিসেম্বর ২৪
সংগৃহীত

শেষবারের যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতে তারা। এবার যুব বিশ্বকাপে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচ ভুলে গিয়ে এই ম্যাচে নতুন সূচনা চান বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।


সাউথ আফ্রিকায় শুরু হয়েছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচ জিতেই আসর শুরু করতে চান রাব্বি। মাঠে নামার আগের দিন দেশবাসীর কাছে দোয়া চাইলেন তিনি।



promotional_ad

রাব্বি বলেন, 'আমরা তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। তিনটা ম্যাচই আমাদের ভালো হয়েছে। আগামীকাল ভারতের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এশিয়া কাপ নিয়ে আমরা ভাবছি না।'


আরো পড়ুন

মাহফুজুরের ৩৯ বলে ৮২ রানের ঝড় ছাপিয়ে ১ রানে জিতল মেট্রো

১৭ ডিসেম্বর ২৪
মাহফুজুর রহমান রাব্বি (বামে), ম্যাচসেরা আবু হায়দার রনি (ডানে), ক্রিকফ্রেঞ্জি

'এশিয়া কাপ আরও আগেই চলে গিয়েছে। আমার মনেও নেই কবে চ্যাম্পিয়ন হয়েছি। গত ম্যাচ নিয়ে ভাবছি না। পরের ম্যাচটি নিয়ে ভাবছি। বিশ্বকাপে আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।'


২০১৯ সালে এই সাউথ আফ্রিকাতেই যুব বিশ্বকাপের শিরোপা জিতোছিলো বাংলাদেশ। এই দলটার সাম্প্রতিক পারফরম্যান্সও আশা যোগাচ্ছে। যুব এশিয়া কাপ জয়ী ১৫ জনের দলটাই যাচ্ছে সাউথ আফ্রিকায়। স্বপ্নের সোনালি বিশ্বকাপটাই লক্ষ্য তাদের।



ভারত ছাড়াও গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। এই দুটো দলকেও হালকাভাবে নিচ্ছেন না রাব্বি। আসরে যত কম ভুল করা যায়, ততই মঙ্গল বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।


রাব্বি আরও বলেন, 'আমাদের গ্রুপে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রও আছে। ওরাও ভালো দল। এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে। আমরা ওদের সমীহ করছি। যত কম ভুল করে টুর্নামেন্টে এগিয়ে যাওয়া যায় আরকি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball