promotional_ad

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন ফিল সল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

শেষ মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাম লিখিয়েছেন ফিল সল্ট। আসন্ন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। এক বিবৃতিতে তার অন্তর্ভুক্তির কথা জানিয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। আইএল টি- টোয়েন্টিতে খেলা শেষ করে বিপিএলে যোগ দেবেন তিনি।


কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন সল্ট। আইপিএলের নিলামের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শতক হাকিয়েছিলেন তিনি।



promotional_ad

প্রথম শতক হাঁকানোর দিনই বসেছিল আইপিএল নিলাম। সেদিন দল না পাওয়ার পরের ম্যাচে আবারও শতক হাঁকান তিনি। মিডিয়াকে জানিয়ে দেন, খুবই আশাহত হওয়ার খবর। আপাতত আইপিএলে আর খেলা হচ্ছে না সল্টের।


তবে বিপিএল দিয়ে সেই আফসোস কিছুটা হলেও কমছে তার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ২১টি ম্যাচ খেলেছেন সল্ট। করেছেন ৬৩৯ রান। দুটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরিও আছে তার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২১২ ম্যাচে করেন পাঁচ হাজার ১৭৫ রান। হাফ সেঞ্চুরি আছে ৩২টি।


দল হিসেবে যথেষ্ট গোছানো শুভাগত হোমের চট্টগ্রাম। এর আগে কখনো শিরোপা না জিতলেও এবার তারা ভালো কিছুরই স্বপ্ন দেখছে। সেই লক্ষ্যে এবার বেশ ভালো কয়েকজন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে তারা। সল্ট ছাড়াও দলটিতে আছেন মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিফ্যান স্কিনাজি, কার্টিস ক্যাম্ফার, বিল্লাল খান এবং আভিশকা ফার্নান্দো।



চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, মোহাম্মদ হারিস, ফিল সল্ট, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফান স্কিনাজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, আভিশকা ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball