promotional_ad

শেষ মুহূর্তে নাওয়াজকে দলে ভেড়াল খুলনা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে খুলনা টাইগার্স। দলটিতে আছেন এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন রুবেল হোসেন। আর ওপেনিংয়ে আছেন এনামুল হক বিজয়। বিদেশিদের মধ্যে এভিন লুইস, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম দলটির সামর্থ্য বৃদ্ধি করবেন।


বিপিএলের আর দিন পাঁচেক বাকি। শেষ মুহূর্তে তারা দলে নিয়েছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে। বিপিএলের শুরু থেকেই পাকিস্তানি এই ক্রিকেটারকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে খেলা আরিফ আহমেদকেও তারা দলে নিয়েছে। লিস্ট 'এ' ও প্রথম শ্রেনির ম্যাচ খেললেও আরিফ অপেক্ষায় আছেন টি-টোয়েন্টি অভিষেকের। 



promotional_ad

এদিকে কদিন আগেই ওশানে থমাস ও নাহিদ রানাকে দলে নিয়ে চমকে দিয়েছিল খুলনার ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বোঝাই যাচ্ছে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে কোনোভাবেই অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে নেই খুলনা। অবশ্য বিপিএলের গত আসরটি ভালো কাটেনি তাদের। ১২ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা।


আরো পড়ুন

ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন

১৮ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

এবারের আসরে দলটির নেতৃত্বে কে থাকবেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। গত আসরে ইয়াসির আলী রাব্বির নেতৃত্বে আসর শুরু করলেও টুর্নামেন্টের মাঝ পথে তা সরিয়ে নেতৃত্ব ভার দেয়া হয় শাই হোপের কাঁধে। টুর্নামেন্ট শুরুর পাঁচদিন আগেও অধিনায়ক ঠিক করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে ধারণা করা হচ্ছে আফিফ হোসেন দ্রুব বা বিজয়ের মধ্যে থেকে কেউ একজনকে বেঁছে নিতে পারে তারা।


দুই পাকিস্তানি তরুণ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ দলটির পেস বোলিং আক্রমণের মূল শক্তি। তাদের সঙ্গে মুকিদুল ইসলাম মুগ্ধ, ও নাহিদুল ইসলামের বোলিং দারুণ কার্যকরী হতে পারে। এর বাইরে আফিফ-পারভেজ হোসেন ইমনরা দারুণ ফিল্ডিং করেও দলকে বাড়তি সুবিধা দিতে পারে। তাদের স্পিন আক্রমণে নাসুম আহমেদ, বড় ভূমিকা রাখতে পারে। আফিফ নিজেও বল হাতে দলের প্রয়োজনে এগিয়ে আসতে পারে।



দলটির প্রধান কোচের ভূমিকায় থাকবেন তালহা জুবায়ের। সাবেক এই টাইগার পেসার এর আগে বিপিএলে পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবেও নিযুক্ত ছিলেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে তারা বাকি দলগুলোর সঙ্গে সমানে সমান টক্কর দিতে পিছপা হবে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball