অপু-শুভাগতর ঘূর্ণির পর অঙ্কনের ব্যাটে জিতল সাউথ জোন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এপ্রিল-মে মাসে বিসিএল, টুর্নামেন্ট হবে গোলাপি বলে
১০ মার্চ ২৫
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের দ্বিতীয় পর্বের ম্যাচে সাউথ জোনকে ৪ উইকেটে হারিয়েছে সেন্ট্রাল জোন। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু ও শুভাগত হোমের ঘূর্ণির মুখে ১৬৩ রানে অল আউট হয় সাউথ জোন।
জবাবে খেলতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কনের দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সেন্ট্রাল জোন। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট্রালের। তারা দলীয় ১২ রানের মধ্যে উপরের সারির দুই ব্যাটারকে হারায়।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক সাইফ হাসান ও অঙ্কন। সাইফ আউট হয়েছেন ৭২ বলে ৩২ রান করে। এরপর আরও বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দলটি। তবে সাবলীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অঙ্কন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মাহফুজুর রাব্বি ও আবু হায়দার রনি।
রাব্বি ১৬ রান করে আউট হলেও রনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৪ বলে ২৭ রান করে। অঙ্কন মাঠ ছেড়েছেন ১৩৬ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও একটি চারের মার। সাউথ জোনের হয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। একটি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও ওয়াসিউল সিদ্দিক।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে সাউথ জোনের উপরের সারির তিন ব্যাটারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। মার্শাল আইয়ুবের ১৯ ও নুরুল হাসান সোহানের ২১ রানে ভর করে কিছুটা বিপর্যয় সামাল দিলেও এই দুজনের বিদায়ে আবারও চাপে পড়ে সাউথ জোন।
ওয়াসি সিদ্দিক ১৮ ও সোহাগ গাজী ৫৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলটিকে লড়াইয়ের সংগ্রহ পাইয়ে দেন। যদিও তা জয় পাওয়ার জন্য যথেষ্ঠ ছিল না। সেন্ট্রাল জোনের হয়ে ৩টি করে উইকেট নেন অপু ও শুভাগত। একটি করে উইকেট নিয়ে সাউথ জোনকে গুটিয়ে দিতে ভূমিকা রেখেছেন রনি, রাব্বি, রিপন মন্ডল ও জাহেদুল হক জাহেদ।