পরবর্তী ওপেনার হিসেবে হ্যারিসকেই পছন্দ ওয়ার্নারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলিকে ছাড়িয়ে মালিককে ছোঁয়ার অপেক্ষায় ওয়ার্নার

১২ আগস্ট ২৫
লন্ডনের জার্সিতে ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়েই এই সংস্করণে নিজের ইতি টানবেন ডেভিড ওয়ার্নার। লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার পরবর্তী ওপেনার হিসেবে মার্কাস হ্যারিসকেই পছন্দ ৩৭ বছর বয়সী এই ওপেনারের।


পাকিস্তানের বিপক্ষে কয়েকদিন আগেই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে ভিক্টোরিয়া একাদশ। এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন হ্যারিস। ১৩১ বলে ১২৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। এই ইনিংসেই মন ভরেছে ওয়ার্নারের।


promotional_ad

৩৭ বছর বয়সী এই ওপেনারের মতে, হ্যারিসের সঙ্গে তার খেলার ধরনে অনেক মিল। অস্ট্রেলিয়ার প্রক্রিয়ায় থাকা ওপেনারদের মধ্যে অনেকটা এগিয়ে আছেন হ্যারিস। ২০২২ সালের জানুয়ারিতে শেষবার জাতীয় দলে খেলেন হ্যারিস। অ্যাশেজের পরই জায়গা হারান তিনি। তবে ওয়ার্নারের বিশ্বাস, সুযোগ পেলেই নিজেকে মেলে ধরবেন হ্যারিস।


আরো পড়ুন

এনগিডির ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়

২১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি

ওয়ার্নার বলেন, 'এটা বলাটা কঠিন। এটা অবশ্যই নির্বাচকদের ওপর নির্ভর করবে। তবে আমার জায়গা থেকে আমি বলব, পেছন থেকে যে এই জায়গার জন্য লম্বা সময় ধরে কাজ করেছে; আমি মনে করি হ্যারিই সেই ব্যক্তি। সে প্রক্রিয়ায় আছে এবং সুযোগ পেতে পারে। সে কয়েকদিন আগেই সেঞ্চুরি করেছে।'


'মাঝে সে কিছু ম্যাচ খেলেনি, তবে পাইপলাইনে সেই পরবর্তী ব্যক্তি। নির্বাচকরা যদি তার ওপর বিশ্বাস দেখায়, তাহলে আমি নিশ্চিত সে ফিরে আসবে এবং যেভাবে খেলে সেভাবেই খেলবে। এটা (খেলার ধরন) আমার থেকে ব্যতিক্রম নয়। সে যদি নিজের জায়গায় বল পায়, নিজের স্বাভাবিক খেলা খেলে তাহলে সে এই জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবে।'


বর্তমানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দলটি। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে (বক্সিং ডে) প্রথম দিন শেষে তিন উইকেটে ১৮৭ রান করেছে দলটি। ওয়ার্নারের ব্যাটে আসে ৮৩ বলে ৩৮ রানের ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball