promotional_ad

পাকিস্তানের ফিল্ডিং হতাশা, অস্ট্রেলিয়ার লড়াই ও বৃষ্টির লুকোচুরি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি

২৯ জানুয়ারি ২৫
বিপিএলে খেলতে দেখা তাদের

বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ, সবমিলিয়ে কন্ডিশন ছিল একেবারে পেসারদের পক্ষে। শাহীন শাহ আফ্রিদি, মীর হামজারা সেটার সুবিধাও নিয়েছিলেন। দারুণ মুভমেন্টে অস্ট্রেলিয়ার ওপেনারদের কঠিন পরীক্ষা নিলেও ফিল্ডারদের ক্যাচ ছাড়ার হিড়িকে সহসায় উইকেট পাওয়া হয়নি তাদের। পাকিস্তানের ফিল্ডিং হতাশার দিনে লড়াই করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে অজিরা ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১৮৭ রান।


কন্ডিশনের সুবিধা নিতে টস আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। একাদশে শাহীন আফ্রিদির সঙ্গে ছিলেন মীর হামজা, হাসান আলী এবং আমির জামাল। শাহীন আফ্রিদি ও মীর হামজা শুরুতেই চেপে ধরেন অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটে পেতে পারতো পাকিস্তান। শাহীন আফ্রিদির অফ স্টাম্পের একটু বাইরে পড়ে বেরিয়ে যাওয়ার সময় বল ডেভিড ওয়ার্নারের ব্যাট ছুঁয়ে যায়।



promotional_ad

প্রথম স্লিপে থাকা আব্দুল্লাহ শফিকের হাতেই গিয়েছিল বলটি। সহজ ক্যাচ থাকলেও সেটা লুফে নিতে পারেননি তিনি। তাতে ২ রানেই জীবন পান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার ফিরতে পারতেন ব্যক্তিগত ১৭ রানের সময়ও। হাসানের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি বেরিয়ে যাওয়ার সময় ওয়ার্নারের ব্যাট ছুঁয়ে গেলেও সেটি চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ক্রিকেটারের মাথার ওপর দিয়ে।


আরো পড়ুন

লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়

১ ফেব্রুয়ারি ২৫
ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়া দল, এসএলসি

তৃতীয়বার গিয়ে অবশ্য বেঁচে ফেরা হয়নি ওয়ার্নারের। আঘা সালমানের অফ স্টাম্পের বাইরের বলে মুভমেন্ট ছাড়াই ড্রাইভ করতে চেয়েছিলেন। সেটি করতে গিয়ে এজ হয়ে স্লিপে থাকা বাবর আজমের হাতে ক্যাচ দিয়েছেন ৩৮ রানের ইনিংস খেলা এই ব্যাটার। তাতে ভাঙে উসমান খাওয়াজার সঙ্গে ৯০ রানের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় স্টিভ ওয়াহকে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার।


বাঁহাতি এই ওপেনারের ওপরে আছেন কেবল রিকি পন্টিং। দারুণ ব্যাটিং করলেও শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করা হয়নি খাওয়াজার। হাসানের অফ স্টাম্পের বাইরের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে শেষ মুহূর্তে লেট কাট করতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন বাঁহাতি এই ওপেনার। সালমান দারুণভাবে ক্যাচ লুফে নিলে খাওয়াজা ফেরেন ৪২ রানের ইনিংস খেলে। চারে নেমে অনেকটা সময় টিকে থাকলেও বড় ইনিংস খেলা হয়নি স্টিভ স্মিথের।



আমের জামালের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে সলিড ডিফেন্স করেছিলেন ডানহাতি এই ব্যাটার। যদিও বল চলে যায় উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। বোলার, ফিল্ডাররা আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয়ার রিপ্লেতে দেখা যায় বল রিজওয়ানের গ্লাভসে যাওয়ার আগে তা স্মিথের ব্যাট ছুঁয়ে যায়। ২৬ রানে ফিরতে তাকে।


এরপর দিনের বাকিটা সময় শেষ করেছেন মার্নাস ল্যাবুশেন এবং ট্রাভিস হেড। হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা ল্যাবুশেন অপরাজিত আছেন ৪৪ রানে। তাকে সঙ্গ দেয়া হেড দ্বিতীয় দিন খেলতে নামবেন ৯ রানে অপরাজিত থেকে। বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে মোটে ৬৬ ওভার। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন হাসান, সালমান এবং আমির জামাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball