promotional_ad

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতে আক্ষেপ ঘুচাতে চান রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে থেকেও শিরোপা বঞ্চিত হয়েছে ভারত। ঘরের মাঠেও তারা দীর্ঘ এক যুগের শিরোপা খরা কাটাতে পারেনি। সেই দুঃখ ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। এরপর সাউথ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তারা।


এবার তাদের সামনে টেস্ট সিরিজের লড়াই। বক্সিং ডেতে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে রোহিত শর্মার দল। এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেননি ভারত। এবার সেই আক্ষেপ ঘুচানোর লক্ষ্য রোহিতের।


ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা অনেক পরিশ্রম করেছি। বড় কিছু অর্জন তো আমাদের প্রাপ্য। অবশ্যই আমরা যদি এখানে জিততে পারি, সেটা বড় ব্যাপার হবে। আমাদের সেই সামর্থ্য আছে। এই জয়টা আমাদের জন্য খুব জরুরী। তবে বিশ্বকাপ ক্ষত মেটানো যাবে কিনা, সেই বিষয়ে নিশ্চিত নই। কারণ বিশ্বকাপ বিশ্বকাপই।'



promotional_ad

এ বছরটা শুরু থেকেই ভালো কাটেনি ভারতের। বছরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া কাছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারে তারা। সেই হতাশা কাটানোর বড় একটা সুযোগ আসে ওয়ানডে বিশ্বকাপে। ঘরের মাঠে টুর্নামেন্টে দারুণ সূচনাও করেছিল স্বাগতিকরা। এ সময় গ্রুপ পর্ব ও সেমিফাইনাল সহ টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল তারা।


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১ ঘন্টা আগে
ফাইল ছবি

বিশ্বকাপ জিততে না পারায় ভাগ্যকে দুষছেন রোহিত। তিনি বলেছেন, 'যেভাবে আমরা ফাইনাল পর্যন্ত খেলেছি, সকলের প্রত্যাশা ছিল আরও এক ইঞ্চি যেন এগোতে পারি। তবে দুৰ্ভাগ্যের আমরা সেটা পারিনি। এটা আমাদের কাছে হজম করা ভীষণ কষ্টের ছিল। আমরা যখন দশ ম্যাচ দেখি, আর অবশ্যই ফাইনাল.. সেটা আমরা করতে পারিনি। তবে এই বিষয়ে ভাবনা চিন্তা করে কোনও বিষয়ে আঙুল তুলে ব্যর্থতার ইতিবৃত্ত তুলে ধরা সম্ভব নয়।'


সাউথ আফ্রিকায় ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত মোট ৮টি টেস্ট সিরিজ খেলেছে ভারত। প্রতিবারই সিরিজ হারের হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে ভারতকে। এই পরিসংখ্যান ভারতকে চাপে রাখবে সেটা স্বীকার করে নিয়েছেন রোহিত। তিনি  মনে করেন সাউথ আফ্রিকার কন্ডিশন ব্যাটারদের জন্য বেশ কঠিন হবে।


তার ভাষ্য, 'ব্যাটার হিসাবে সাউথ আফ্রিকা খেলা সবচেয়ে কঠিনতম কাজগুলোর মধ্যে অন্যতম। তবে এই চ্যালেঞ্জ নেয়ার জন্য আমার সব ধরনের চেষ্টা করব। আমরা এর জন্য মুখিয়ে আছি।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball