promotional_ad

টেস্টের সঙ্গে মানিয়ে নেয়াই রোহিতের বড় চ্যালেঞ্জ: গাভাস্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১ ঘন্টা আগে
ফাইল ছবি

বিশ্বকাপ জুড়েই ব্যাট হাতে আক্রমণাত্মক ছিলেন রোহিত শর্মা। যেখানে তার লক্ষ্য ছিলো পাওয়ার প্লেতে ভারতের রান বাড়িয়ে নেয়া। কিন্তু এগুলো পেছনে ফেলে রোহিত এবার খেলতে নামছেন 'বক্সিং ডে' টেস্টে। তাই ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন রোহিতের এই আক্রমণাত্মক মনোভাবে পরিবর্তন আনতে হবে। আর এটাই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ।


সবশেষ বিশ্বকাপে শিরোপা জয়ে ব্যর্থ হলেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১ ম্যাচে ৫৪.২৭ গড়ে করেছিলেন ৫৯৭ রান। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ৮৪ বলে ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। গাভাস্কারের মতে আসন্ন টেস্টে রোহিতের প্রথম কাজ টেস্টে খেলার মানসিকতা তৈরি করা।



promotional_ad

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘প্রথমত এবং একমাত্র চ্যালেঞ্জটা হচ্ছে টেস্টে খেলার মানসিকতা তৈরি করা। ওয়ানডেতে সে আক্রমণাত্মক ব্যাটিংয়ের লক্ষ্য নিয়ে খেলেছে এবং প্রথম দশ ওভারে যত সম্ভব রান তোলার চেষ্টা করেছে। এটাই আমরা বিশ্বকাপে দেখেছি। বিশ্বকাপে এটাই ছিল তার মনোভাব।'


আরো পড়ুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩

৪ ঘন্টা আগে
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)

পাঁচ দিনের ক্রিকেটে ব্যাটারদের প্রথম কাজটা থাকে উইকেটে লম্বা সময় টিকে থাকা। ঘণ্টার পর ঘণ্টা নিজের সাধারণ খেলাটা চালিয়ে যেতে পারলেই ব্যাটাররা দলের জন্য বড় সংগ্রহ তৈরি করতে পারেন। গাভাস্কার মনে করেন রোহিত লম্বা শট খেলতে যেমন পারদর্শী তাতে করে অনায়াসেই ১৫০ রান করতে পারেন তিনি। যা অধিনায়ক হিসেবে তার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।


গাভাস্কারের ভাষ্যমতে, ‘টেস্ট ক্রিকেটের জন্য, তাকে তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। কারণ এখানে তাকে পুরো দিন ব্যাটিং করার ব্যাপারে ভাবতে হবে। যদি সে পুরো দিন ব্যাটিং করতে পারে, তাহলে সাধারণভাবেই তার যেই লম্বা শটের পরিধি রয়েছে, এর মাধ্যমে সে ১৫০ এর বেশি রান করতে পারবে। তাহলে ভারত ৩০০-৩৫০ রান তুলতে পারবে।'



তিনি আরো বলেন, ‘এটাই তাকে পরিবর্তন করতে হবে। একজন ব্যাটার হিসেবে আপনি যখন অধিনায়কের দায়িত্ব পালন করবেন এবং আপনি যখন রান করতে পারবেন, তখন দলকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে আপনার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। এটা রোহিত শর্মার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball