টেস্টে প্রথমবারের মতো উইকেটরক্ষক হিসেবে খেলবেন রাহুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লির অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন রাহুল!
১১ মার্চ ২৫
ঋষভ পান্ত দুর্ঘটনার শিকার হয়ে ইনজুরিতে পড়ার পর ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে প্রায় নিয়মিতই উইকেটরক্ষক হিসেবে খেলছেন লোকেশ রাহুল। যদিও টেস্টে কখনো বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে খেলা হয়নি তার। আসন্ন সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে খেলতে দেখা যাবে তাকে।
এমনটা নিশ্চিত করেছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। ৭৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৫টিতেই উইকেটরক্ষক ব্যাটার হিসেব খেলেছেন রাহুল। এর মধ্যে এই বছরই ২৩ ম্যাচে খেলেছেন তিনি। তবে ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেননি তিনি।

এমনকি ৯০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে মাত্র একটি ম্যাচেই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে তার। তবুও তার গ্লাভসেই ভরসা রাখছেন দ্রাবিড়। এই সিরিজে দলে থাকা শ্রিকার ভারত ব্যাট হাতে একটানা ব্যর্থ হওয়ায় তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ম্যানেজমেন্ট।
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১ ঘন্টা আগে
রাহুলের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলা নিয়ে দ্রাবিড় বলেছেন, 'আমরা জানি, এটি সে খুব একটা করেনি। ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিতই করছে। কাজটা অবশ্যই কঠিন, একই দিনে পুরো ৫০ ওভার কিপিং করা এবং এরপর ব্যাট করা। শরীরের অনেকটাই শুষে নেয় তা। তবে গত ৫-৬ মাসে তার প্রস্তুতি ভালোই হয়েছে। অনেক কিপিং সে করেছে, যদিও সাদা বলে। এখন এটি তার জন্য নতুন ও রোমাঞ্চকর একটা চ্যালেঞ্জ হবে।'
এই সিরিজের দলে থাকলেও শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নেন ইশান কিশান। ব্যক্তিগত কারণে ভারতের বিপক্ষে সিরিজটিতে খেলছেন না তিনি। আর ইশান না থাকার কারণেই মূলত দলে ভূমিকা বাড়ল রাহুলের।
দ্রাবিড় আরও বলেন, 'আমি এটিকে রোমাঞ্চকর চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং তার জন্য সুযোগ নিশ্চিতভাবেই ভিন্ন কিছু করার। ইশানকে (কিশান) যেহেতু পাওয়া যাচ্ছে না, সুযোগটি তাই তৈরি হয়েছে। আমাদের গোটা দুই কিপার আছে বেছে নেওয়ার জন্য, রাহুল তাদের একজন। তার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের। সে খুবই আত্মবিশ্বাসী, এটি চেষ্টা করে দেখতে খুবই আগ্রহী সে।'