promotional_ad

কারানের নিষেধাজ্ঞা বহাল, আপিল খারিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট

২৭ জানুয়ারি ২৫
সেঞ্চুরি করে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক মিচেল ওয়েন

হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম আপে রান আপের অনুশীলন করছিলেন টম কারান। সে সময় পিচের একটি অংশে দৌড়াতে দেখা যায় তাকে। সেই সময় পিচ দেখভালের দায়িত্বে থাকা চতুর্থ আম্পায়ার তাকে বাধা দেন। সেই নিষেধ অমান্য করে অন্য প্রান্তে গিয়ে দৌড়াতে যান তিনি।


সেই সময় পিচের দিকে আসতে তাকে বাধা দিলেও তা অমান্য করে আম্পায়ারকে সরে যেতে বলেন। এমনকি আম্পায়ারকে হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় কারানকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করে বিগব্যাশের আয়োজকরা। শুনানিতে অংশ নিলেও আপিলের সিদ্ধান্ত নেন সিডনি সিক্সার্সের এই পেসার।



promotional_ad

আপিলে তার বক্তব্য গ্রহণযোগ্যতা পায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া তার এই আপিল খারিজ করে দিয়েছে। রবিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আম্পায়ারসহ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা অফিসিয়ালদের সম্মান করা অপরিহার্য। টম কারানের অনুশোচনাকে ভালো চোখে দেখলেও নিজেদের সিদ্ধান্তে অটল ক্রিকেট অস্ট্রেলিয়া।


আরো পড়ুন

কারান পরিবারের অপেক্ষা ফুরানো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়

১৮ ফেব্রুয়ারি ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বসিত বেন কারান, জিম্বাবুয়ে ক্রিকেট

দেশটির ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন বলেন, 'আম্পায়াররা ক্রিকেটের প্রাণশক্তি এবং খেলাটির সকল স্তরে তাদেরকে সম্মান ও প্রশংসা করা খেলোয়াড়দের জন্য অপরিহার্য। আপিলের পর টমের প্রকাশ করা অনুশোচনাকে আমরা স্বীকার করছি এবং তাকে সিক্সার্সের রঙে ফিরতে দেখার অপেক্ষায় রয়েছি।'


কারানের বিরুদ্ধে বিগব্যাশের আচরণবিধির ২.১৭ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ স্বীকার করলেও তিনি শুনানিতে অংশ নিয়েছিলেন। সেখানে দোষী সাব্যস্ত হলে তাকে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞার রায় দেয়া হয়। এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয় সিক্সার্স। তবে সেটাই এবার খারিজ হয়ে গেল। ফলে বহাল থেকে গেল ৪ ম্যাচের নিষেধাজ্ঞা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball