promotional_ad

‘নট টুডে’

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

৫ ঘন্টা আগে
মাহমুদউল্লাহ রিয়াদ

ওয়েস্টারাস ও ইসস নামে কাল্পনিক মহাদেশ ঘিরে মধ্যযুগীয় এক আখ্যানের নাম ’গেম অব থ্রোনস’। ইংলিশ টেলিভিশনের আলোচিত ও জনপ্রিয় সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র আরিয়া স্টার্ক। অভিনেত্রী মেইজি উইলিয়ামস গল্প আর নিজের অভিনয় গুণে নিজের চরিত্রটিকে করে তুলেছেন তুমুল জনপ্রিয়। সিরিজের শুরুর দিকে একটি সংলাপ ছিল এমন, ‘হোয়াট ডু ইউ সে টু দ্যা গড অব ডেথ?’


উত্তরে আরিয়া বলেন, ‘নট টুডে...।’ অর্থাৎ আজ নয়। কথাটির সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ ওয়ানডেতে আপনি মেলাতে পারেন। নিউজিল্যান্ড যেন বাংলাদেশের হারের কুঁড়ে ঘর হয়ে দাঁড়িয়েছে। টেস্ট মাউন্ট মঙ্গানুই জয় করলেও রঙিন পোশাকে প্রতিবার খালি হাতে ফিরেছেন ক্রিকেটাররা। কিউইদের মাটিতে পা রাখলে বাংলাদেশ হারবে এটা যেন একেবারে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারও যে একেবারে ভিন্নতা ছিল সেটা বলার সুযোগ বোধহয় নেই।


প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। আরও একবার হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত দেশের মানুষের কাছে দোয়া চেয়েছিলেন। মানুষ দোয়া করেছে কিনা জানা নেই তবে শান্তর চাওয়া পূরণ হয়েছে। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে গড়েছেন ইতিহাস আর পরাজয়কে যেন বলেছেন আজ নয়! আরিয়া চরিত্রটি সিরিজের শুরুর কয়েক মৌসুম ছিলেন পার্শ চরিত্রে।



promotional_ad

কিন্তু ধীরে ধীরে চার-পাঁচ নম্বর সিজন থেকে সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে শুরু করেন। এমনকি শেষ সিজনে এসে খলনায়ক ‘নাইট ওয়াকার’ এই আরিয়া চরিত্রের কাছেই হার মানে। তবুও এই চরিত্রটি সিরিজের মূল চরিত্র নয়। তবে আরিয়া চরিত্রটি যে সিরিজে বড় ভূমিকা পালন করতে যাচ্ছে তার প্রমাণ পাওয়া যায় শুরুতেই। সিজন একে যখন আরিয়া তলোওয়ার চালানো শিখতে যান সে সময়ই শিক্ষককে বলেন, আজ নয়।

চলতি সিরিজের আগে আরও পাঁচবার নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রতিবারই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হয়েছিল দলকে। কিন্তু এবার গল্পটা হলো ভিন্ন। সিরিজ হারলেও শেষ ম্যাচে এসে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ। তবে শুধু জয় না, এক পেশে জয়। প্রতিপক্ষকে গুঁড়িয়ে ৯ উইকেটের জয়ে নেপিয়ারে ওয়ানডে সংস্করণে নতুন গল্প লিখলো নাজমুলবাহিনী।


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের ম্যাচ মিলিয়ে এই ম্যাচের আগে মোট ১৮টি টানা ওয়ানডে নিউজিল্যান্ডে হেরেছিল বাংলাদেশ। কিন্তু ১৯তম ম্যাচে অবশেষে ইতিহাস বদলাতে সক্ষম এখন সফরকারীরা। সকালে ঘুম থেকে উঠে টেলিভিশন পর্দায় বা অনলাইনে যেই স্কোর দেখেছেন তারা চমকে গেছেন নিশ্চিতভাবেই। এমনও হতে পারে অনেকে চোখ কচলে তাকিয়েছেন অনেকবার।


আবার যারা ৯টার পর ঘুম থেকে উঠেছেন তারা হয়তো টেলিভিশন সেটের সামনে বসে খেলা খুঁজেই পাননি। কারণ ১০০ ওভারের ম্যাচ শেষ হয়েছে ৫০ ওভারের আগেই। নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে এবং ১ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাকলিন পার্কের পেস সহায়ক উইকেটে ৭ ওভারে স্রেফ ১৪ রানে ৩ উইকেট শিকার করেন তানজিম সাকিব, ২২ রানে ৩টি উইকেট নেন শরিফুল। মূলত তাদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তারা দুজনই। পরের দিকে সৌম্য নেন ৩ উইকেট।


অতীতে বাংলাদেশের কোনো দল যা করতে পারেনি, এবার তেমন কিছু করতে চান। সিরিজ শুরুর আগে এমন আশার কথা শুনিয়েছিলেন শান্ত। তিনি বলেছিলেন, ‘এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইন শা আল্লাহ।’



নিজেদের কথা রাখতে পেরেছেন শান্তরা। সিরিজ জিততে চাইলেও হয়ত সেটা পারেনি। তবে প্রথমবার জিতে হোয়াটইওয়াশ হওয়ার বাজে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেননি। তাতেও অবশ্য মন ভরেনি বাংলাদেশের অধিনায়কের। ম্যাচ শেষে শান্ত বলেন, ‘যদি ইতিহাস চিন্তা করেন, তাহলে অবশ্যই গর্ব করার মতো ফল করেছি। একটা ম্যাচ জিততে পেরেছি।’


‘আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি সিরিজ জিততেই এসেছিলাম এবং এটা বলার সময় আমি সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য আমরা হয়তো কিছুটা দুর্ভাগা ছিলাম। আমাদের বোলিং অপশনগুলো শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই আমরা খুশি যে জিততে পেরেছি। তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগত।’


দল হিসেবে নিজেদের বিশ্বাসের কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, খেলা শুরুর আগে আমাদের কাজটা কী… আমাদের প্রস্তুতি, কাজের প্রতি আমরা কতটা সৎ, আমরা কী করতে চাই, এসব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা যে, আমরা কতটুকু বিশ্বাস করছি। দল হিসেবে আমার খুবই বিশ্বাস যে এই দল আরও ভালো করতে পারে। আমার কাছে সবসময়ই গ্রুপটাকে দেখে মনে হয়েছে যে, এই গ্রুপের ওই ক্ষুধাটা আছে যে এখানে এসে ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি।'

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে জয় পেলেও এখনও টি-টোয়েন্টিতে জয় পাওয়া হয়নি বাংলাদেশের। তাই ইতিহাস গড়ার সুযোগ এখনই শেষ হয়নি তাদের। নিউজিল্যান্ডে ৯টি টি-টোয়েন্টি খেলে এখনও জিততে পারেনি বাংলাদেশ। সেখানেও প্রথম জয়, প্রথম সিরিজ জয়ের হাতছানির সুযোগ আছে শান্তর দলের। টি-টোয়েন্টি সিরিজের আগে শান্ত জানিয়েছেন প্রস্তুতির কথাও।

শান্ত বলেন, ‘মোটিভেশন দিয়ে খুব বেশি ম্যাচ জেতা সম্ভব না। আমরা কত ভালো প্রস্তুতি নিচ্ছি, জিততে চাই কি না, এটাই গুরুত্বপূর্ণ। দুই দিন সুযোগ পাব ভালো প্রস্তুতি নেওয়ার। টি-টোয়েন্টি সংস্করণে যে ভালো খেলবে, সে-ই জিতবে। বড় দল ছোট দল ব্যাপার না। খুব বেশি মোটিভেশনের দরকার নাই। এই জয়ে আত্মবিশ্বাসী বা অতি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই। এই ম্যাচ সহায়তা করবে, আমরা এখানে এসেও জিততে পারি, কারণ আমরা বিশ্বাসটা নিজের চোখে দেখলাম। যদি এই বিশ্বাসটা নিয়ে টি-টোয়েন্টিতে যাই, প্রস্তুতি নিই, পরিকল্পনা করি, তাহলে এখান থেকেও জেতা সম্ভব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball