রাঁচির গেইলকে কিনতে চেয়েছিলেন ধোনি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের তরুণদের ক্রিকেটারদের মাঝে আইপিএলের এবারের নিলামে বাজিমাত করেছেন সামির রিজভী। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে যাওয়া তরুণ এই ব্যাটারের সঙ্গে নিলামে চড়া দাম পেয়েছেন রবিন মিঞ্জ। তাকেও পেতে লড়াই করেছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির চাওয়াতেই রবিনের জন্য বিড করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। কদিন আগে রবিনকে নেয়ার আগ্রহের কথা তরুণ এই ক্রিকেটারের বাবাকে জানিয়েছিলেন ধোনি নিজেই। বিষয়টি নিশ্চিত করেছেন রবিনের বাবা ফ্রান্সিস হাভিয়ার।
একটা সময় সেনাবাহিনীতে কাজ করা ৪৮ বছর বয়সী ফ্রান্সিস বর্তমানে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেন রাঁচি বিমানবন্দরে। যেখানে বিমান যাত্রীদের মালামাল পার করেন তিনি। মুম্বাই যখন রবিনকে নেয়ার জন্য বিড করছিল তখন বিমানবন্দরেই কাজ করছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। এমন সময় একজন এসে তাকে জড়িয়ে ধরে বলেন, ‘ফ্রান্সিস স্যার আপনি তো কোটিপতি হয়ে গেলেন।’

তাতের পরিবার গুমলা জেলার তেলগাঁওয়ের মতো প্রত্যন্ত অঞ্চলে থাকেন। সেখানে ক্রিকেট খুব বেশি জনপ্রিয় সেটা বোধহয় বলার সুযোগ নেই। সেই অঞ্চলটি বিমল, বীরেন্দ্র, আসুন্তার মতো বিশ্বমানের হকি খেলোয়াড়ের জন্ম দেয়ার জন্য বিখ্যাত। ফ্রান্সিস নিজেও খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। সেনাবাহিনীতে যোগ দেয়ার পর তারা রাঁচিতে চলে আসেন। সেই সময়ই রাঁচির অন্যান্যদের মতো ক্রিকেটার হওয়ার পথ বেছে নেন রবিন।
ক্রিকেটার হওয়ার পথে সঙ্গে পেয়েছেন চঞ্চল ভট্টাচার্যের মতো কোচকে। যিনি শৈশবে ধোনিকে কোচিং করিয়েছেন। তরুণ এই ক্রিকেটার কিপিংয়ের সঙ্গে পাওয়ার হিটিংয়ে বেশ দক্ষ। তার অন্য একজন কোচ জানিয়েছেন, রাঁচিতে তাকে সেই এলাকার গেইল হিসেবে জানেন। পারফরম্যান্সেও আছে সেটির ছাপ। এখন পর্যন্ত ঝাড়খাণ্ড সিনিয়র দলের হয়ে না খেললেও প্রতিভায় ঠিকই নজর কেড়েছেন তিনি।
ঝাড়খাণ্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ৫ ম্যাচে ৩ সেঞ্চুরি করেছিলেন রবিন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সুযোগ পেলেও অসুস্থতার জন্য খেলতে পারেননি। রবিনের সবচেয়ে বড় সুবিধা পাওয়ার হিটিংয়ের সঙ্গে তিন থেকে সাত পর্যন্ত সব জায়গায় ব্যাটিং করতে পারা। ঝাড়খাণ্ডের এই ক্রিকেটারের প্রতিভার খবর গেছে ধোনির কানেও। যে কারণে কদিন আগে তাকে কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
কিছুদিন আগে বিমানবন্দরে ধোনির সঙ্গে দেখা হয়েছিল রবিনের বাবা ফ্রান্সিসের। সেই ঘটনা উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে আমার ধোনির সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে বলেছে, ‘ফ্রান্সিস জি যদি কেউ তাকে না কেনে তাহলে আমরা তাকে কিনব।’
রবিনকে কিনতেও চেয়েছিল ধোনির চেন্নাই। তরুণ এই ক্রিকেটারের নাম আসতেই মুম্বাইয়ের সঙ্গে বিড করেছিল চেন্নাই। ২০ লাখ ভিত্তিমূল্যের রবিনের দাম একটা সময় উঠে যায় কোটিতে। তারপর ক্রমশই বাড়তে থাকে তরুণ এই উইকেটকিপার ব্যাটারের দাম। একটা সময় সবাইকে টেক্কা দিয়ে ৩ কোটি ৬০ লাখ রুপিতে কিনে নেয় গুজরাট। তাতে করে ভাগ্য বদলে যাচ্ছে রবিনের।