অস্ট্রেলিয়া সফরে নেই হোল্ডার-মেয়ার্স, অভিষেকের অপেক্ষায় ৭ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হোল্ডারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি: মিরাজ
৫ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই স্কোয়াড নেই জেসন হোল্ডার এবং কাইল মেয়ার্স। স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার।
আসন্ন এই সিরিজ থেকে নিজেরাই নাম প্রত্যাহার করে নিয়েছেন হোল্ডার এবং মেয়ার্স । কিছুদিন আগে যখন সিডব্লিউআই নিজেদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করে, তখনই জানা যায় ক্যারিবিয়ানদের হয়ে সব ফরম্যাটে সবসময় নাও পাওয়া যেতে পারে হোল্ডার-মেয়ার্সকে।

এবার তেমনটাই দেখা গেল। এ ছাড়াও আসন্ন এই সিরিজে নেই জার্মেইন ব্ল্যাকউড, রেইমন রেইফার, রাহকিম কর্ণওয়াল, শ্যানন গ্যাব্রিয়েল এবং জোমেল ওয়ারিক্যানের মতো ক্যারিবিয়ানদের টেস্ট দলের নিয়মিত সদস্যরা। চোটের কারণে দলে নেই জেইডেন সিলস।
১২৬ রান তাড়ায় ৫৭ বল হাতে রেখেই জিতল বরিশাল
৭ জানুয়ারি ২৫
এদের বদলে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন তিন অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার, জাস্টিন গ্রেভস ও কাভেম হজ, দুই ফাস্ট বোলার আকিম জর্দান ও শামার জোসেফ, ব্যাটার যাচারি ম্যাককাস্কি এবং উইকেটরক্ষক টেভিন ইমলাচ।
সিডব্লিউআইয়ের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘কয়েকজন মূল খেলোয়াড়কে না পাওয়া স্কোয়াডে প্রভাব ফেলেছে। যদিও এক বছর ধরে আমাদের বেশ শক্তিশালী লাল বল প্রকল্প চলছে, যা সব অঞ্চল থেকে দারুণ প্রতিভা তুলে আনছে। যেসব পরীক্ষা নির্বাচিত খেলোয়াড়দের দেওয়া হয়েছে, প্রতিটিতে তারা পাস করেছে। এখন তাদের টেস্টে দক্ষতা দেখানোর সুযোগ দেওয়া উচিত। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে খেলা সব সময়ই বড় চ্যালেঞ্জ। তবে আমরা আমাদের দল নিয়ে আত্মবিশ্বাসী।’
স্কোয়াডে ফেরানো হয়েছে চলতি বছরের মার্চে শেষবার টেস্ট খেলা গুড়াকেশ মোতিকে। ফাস্ট বোলার আলজারি জোসেফকে দেয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। অস্ট্রেলিয়ায় ১৭ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, ভেন্যু অ্যাডিলেড। দ্বিতীয় টেস্ট ২৫ জানুয়ারি থেকে গ্যাবায় শুরু হবে।
অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ন চন্দরপল, অ্যালিক আথানাজে, কার্ক ম্যাকেঞ্জি, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আকিম জর্দান, শামার জোসেফ, যাচারি ম্যাককাস্কি এবং টেভিন ইমলাচ (উইকেটরক্ষক)।