promotional_ad

বিপিএলের ওপর ঝুলছে মিরপুরের উইকেটের ভাগ্য

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এপ্রিল-মে মাসে বিসিএল, টুর্নামেন্ট হবে গোলাপি বলে

১০ মার্চ ২৫
গোলাপি বলে বিসিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় প্রতিটি আসরেই রানের দেখা মিলে সিলেট এবং চট্টগ্রামে। বলা চলে ঢাকা বাইরের এই দুই ভেন্যুতে নিয়মিত রানের উৎসবই চলে। অথচ বাংলাদেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুরে আসলেই বদলে যায় দৃশ্যপট। বিপিএলের প্রতি আসরেই আলোচনায় থাকে মিরপুরের উইকেট। টি-টোয়েন্টি যেখানে ধুম-ধাড়াক্কা ব্যাটিংয়ের। সেখানে মিরপুরে দেখা মেলে বোলারদের রাজত্ব।


ব্যাটারদের জন্য মিরপুরে যেন পুরোপুরি মৃত্যুকূপ। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনাটা নতুন কিছু নয়। কদিন আগে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি বলেছিলেন, ‘এটি তার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট।’ টেস্টে বেশিরভাগ দলই নিজেদের ঘরের মাঠের সুবিধা নিয়ে থাকে। বাংলাদেশের নেয়াটাও দোষের কিছু নয়। তবে সাউদির উত্তরটা টেস্ট ম্যাচের পর হলেও মিরপুর উইকেট আসলেই ভয়ানক।


২০১৭ সালের বিপিএলের মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছিল তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেদিন জয়ের পর মিরপুরের উইকেট নিয়ে তামিমের রিয়েকশনটা ছিল ঠিক এমন, ‘হরিবল, হরিবল, হরিবল’ উইকেট!’ সমালোচনা শুনতে হয়েছে ব্রেন্ডন ম্যাককালাম, সাকিব আল হাসানদের মতো ক্রিকেটারদের কাছ থেকেও। মিরপুরের উইকেটের জন্য সমালোচনায় বিদ্ধ হওয়াটা প্রাত্যহিক রুটিন হয়ে দাঁড়িয়েছে।


ডিসেম্বরের প্রথম সপ্তাহে হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ‘অসন্তোষজনক’ উইকেট বানিয়ে ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছে মিরপুরকে। বুধবার (২০ ডিসেম্বর) মিরপুরে যা হয়েছে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে হলে নিশ্চিতভাবেই নিষিদ্ধ হতে হতো দেশের অন্যতম এই ভেন্যুকে। বিসিএলের খেলায় বরাবরই বোলাররা দাপট দেখান। এটা দেশের ঘরোয়া ক্রিকেটে এটা নতুন কিছু নয়।



promotional_ad

মিরপুরে অবশ্য এদিন চোখ কপালে ওঠার মতো ঘটনা ঘটেছে। আগের দিনের ৩ উইকেটে ৪৭ রান নিয়ে খেলতে নেমেছিল সাউথ জোন। আগের দিনের সঙ্গে মাত্র ২ রান যোগ করতেই বাকি সবগুলো উইকেট হারায় তারা। ওপেনার প্রান্তিক নওরোজ চোটের কারণে মাঠে নামতে না পারায় শেষ সাউথ জোন ৬ উইকেট হারায় মাত্র ২ রানে। এমন অবিশ্বাস্য ঘটনার পর জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হয়েছিল মিরপুরে এদিন বোলাররা ভালো করেছেন নাকি ব্যাটাররা ভালো করতে পারেননি।


বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের উত্তরটা ছিল এমন, ‘গ্রাউন্ডস কমিটিকে প্রশ্নটা করলে ভালো হতো। তবে আমরা চাই ভালো উইকেটে খেলতে, এটা সবসময় আমরা চাই।’ মিরপুরের উইকেট নিয়ে কথা উঠলেই বলতে শোনা যায় এখানে ভালো উইকেট বানানো সম্ভব নয়। ঢাকার আবহাওয়া, পরিবেশ নাকি সেটির অন্যতম প্রতিবন্ধকতা। তবে জালাল ইউনুস দিলেন অন্যরকম এক তথ্য।


জালাল ইউনুসের ভাষ্যমতে, ‘আমি যেটা শুনেছি যে এখানে ভালো উইকেট করা সম্ভব।’ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের কথা মতে, মিরপুরে ভালো উইকেট বানানো সম্ভব। এখন প্রশ্ন বিসিবি তাহলে কেন ভালো উইকেট বানাচ্ছে না। সেটা নিয়েও তথ্য দিয়েছেন তিনি। ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল। এবারের আসরে মিরপুরে বড় রানের স্বপ্ন দেখছেন জালাল ইউনুস।


বিপিএলে সেটির প্রতিফলন না পাওয়া গেলে নতুন উইকেট বানানোর কথা ভাববে বিসিবি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। জালাল ইউনুস বলেন, ‘মিরপুরে যেটা মনে হচ্ছে যে এটা খুবই গুরুতর সমস্যা উইকেটটা নিয়ে। এটা উইকেট বানানোর ক্ষেত্রে কিনা... এখানে তো অনেকগুলো উইকেট আছে। কিছু উইকেট আছে, আমার মনে হয় ভালো খেলা সম্ভব এখনও। এটার প্রমাণটা পাওয়া যাবে সামনে বিপিএলে।’


‘অবশ্যই দেখতে চাই বিপিএলে এখানে অনেক রান হোক। কী ধরনের উইকেট বানায়, সেই ধরনের উইকেট বানাতে হবে যেখানে রান আসবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে মনে করতে হবে এখানে ভালো উইকেট বানানো সম্ভব। আমরা এটার জন্য অপেক্ষা করছি। না হলে আমাদের মনে হয় এখানে আবার নতুন করে উইকেট বানানোর চিন্তা-ভাবনা করতে হবে।’



কোনো মাঠের উইকেট বদলাতে হলে সেখানে কয়েক মাস খেলা বন্ধ থাকে। মিরপুরে উইকেট বদলাতে হলে সেখানেও খেলা বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে বেছে নিতে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে। সেটি করতে রাজিও অবশ্য বিসিবি। তবে তার আগে উইকেটের আসল সমস্যাটা জানতে চায় তারা।


জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ, হতে পারে। কিছু খেলা আমরা চট্টগ্রামে, সিলেটে দিতে পারি। কিন্তু আমাদের জানতে হবে। আমি এখনও জানি না। আপনারা যে প্রশ্নগুলো করছেন এগুলো গ্রাউন্ডস কমিটিকে করলে হয়ত আরও বেশি তথ্য পেতেন। আমার কাছে পুরো তথ্য নেই। আপনাদের আমি বলতে পারছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball