promotional_ad

সৌম্য নিজের যোগ্যতা প্রমাণ করেছে: নিকোলস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

৯ ঘন্টা আগে
মাহমুদউল্লাহ রিয়াদ

ফিরে আসার গল্প লিখতেই আরো একটি সুযোগ হাতে ধরা দিয়েছিলো সৌম্য সরকারের। দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতি ও নিউজিল্যান্ডের অতীত রেকর্ড সৌম্যকে এই সুযোগ এনে দেয়। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে সৌম্য জানান দিলেন নিজের যোগ্যতার। তার ইনিংসে মুগ্ধ হয়েছেন কিউই ব্যাটার হেনরি নিকোলসও।


আলোচনা, সমালোচনায় দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন সৌম্য। সবশেষ বিশ্বকাপের আগে প্রায় আড়াই বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছিলেন তিনি। সেখানেও মাত্র এক ম্যাচে সুযোগ পেয়ে শূন্য রানেই আউট হন সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও খুব একটা ভালো সময় যায়নি তার। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমেও গড় ছিলো ২৬.৬৩।



promotional_ad

এরপরও দলে সুযোগ এসেছে সৌম্যর। যেখানে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সৌম্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কিন্তু প্রথম ম্যাচেই শূন্য রানে ফেরেন তিনি। কিন্তু কোচের ভরসার প্রমাণ দিলেন দ্বিতীয় ম্যাচেই। খেললেন ১৬৯ রানের দূর্দান্ত ইনিংস। এমন ইনিংসের জন্য কিউই ব্যাটার নিকোলসও প্রশংসায় ভাসিয়েছেন সৌম্যকে।


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

ম্যাচ শেষে নিকোলস বলেন, ‘ফ্যান্টাস্টিক ইনিংস, যেটা বললাম, সৌম্যর ইনিংসটা ফ্যান্টাস্টিক। আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করেছে। তার ১৬৯ রানে ভর করেই বাংলাদেশ ২৯০ রান করেছে, এটাই পুরো গল্প বলে দিচ্ছে। দুর্দান্ত ইনিংস। সে একজন কোয়ালিটি ক্রিকেটার, আর আজ সে এটা প্রমাণ করেছে।’


ব্যাট হাতে এদিন সৌম্য ছিলেন দূর্দান্ত। ওপেনিং করতে নেমে ৪৯.১ বল পর্যন্ত উইকেটে ছিলেন তিনি। এ সময় তিনি রানও তুলেছেন সমান তালে। যেখানে ১৭১ রানে টাইগাররা চতুর্থ উইকেট হারালে, রানের চাকা সচল রাখেন সৌম্য। মুশফিকুর রহিমকে নিয়ে গড়েন ৯১ রানের জুটি। যেটা বাংলাদেশকে বড় লক্ষ্যের পথ দেখায়। নিকোলসের মতে সৌম্যের দারুণ লড়াইয়ে ম্যাচ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ।



নিকোলস আরো বলেন, ‘চার উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকের সাঙ্গে দারুণ একটা পার্টনারশিপ গড়ে (সৌম্য)। এই পার্টনারশিপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে যে শুধুমাত্র পুরো ইনিংস জুড়ে ব্যাট করেছে এমটাই নয়, একই সঙ্গে রানও বের করেছেন। যেভাবে সে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে, সেটা দারুণ, অসাধারণ ইনিংস, এটা মোটেও এক পাক্ষিক লড়াই ছিল না। দারুণ লড়াই হয়েছে।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball