পেসারদের জন্য দারুণ চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে: ডাফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাহমুদউল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা, সতীর্থদের স্মৃতিচারণ আর শ্রদ্ধা
৪ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি দারুণ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বলেই বিশ্বাস জ্যাকব ডাফির। বিশেষ করে কিউই পেসারদের জন্য সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের এই পেসার।
নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড ভালো নয় বাংলাদেশের। সাদা বলের ক্রিকেটে সেখানে একটি ম্যাচেও জিতেনি বাংলাদেশ। এর আগে ১৬ ওয়ানডে'র সবকটিতেই হেরেছে বাংলাদেশ। হেরেছে সেখানে খেলা সবগুলো (৯টি) টি-টোয়েন্টিতেও।

২০০৭/০৮ মৌসুম হতে এখন পর্যন্ত সাদা বলের সব সিরিজেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে লাল-সবুজের দলকে। এদিকে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ডানেডিনে, যেখানে এখনও হারেনি নিউজিল্যান্ড। তবুও ডাফির মতে, আসন্ন এই সিরিজে কিউই পেসারদের জন্যই অপেক্ষা করছে চ্যালেঞ্জ।
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
ডাফি বলেন, 'আমাদের বোলারদের জন্য এটা অবশ্যই চ্যালেঞ্জ (বাংলাদেশের ব্যাটারদের আটকাতে)। আপনি জানেন ভারত (বিশ্বকাপ) এবং বাংলাদেশে সিরিজ খেলে এসে তারা (পেসাররা) অনেক সতেজ। আমাদের বাউন্সি উইকেটে অবশ্যই একটা সুযোগ থাকবে। সামনে দারুণ চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। আশা করি মাঠে ভালো দর্শক হবে।'
নিউজিল্যান্ডে অবশ্য সুখস্মৃতিও আছে বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুই টেস্টে জিতে নিয়েছিল বাংলাদেশ। সেটা মাথায় আছে ডাফির। বাংলাদেশকে তাই আলাদাভাবে মূল্যায়ন করছেন তিনি।
ডাফি আরও বলেন, 'দলটি ভালো সময় কাটাচ্ছে। গত বছর তারা একটি টেস্ট ম্যাচও জিতেছে। আমার মনে হয় এটা দারুণ চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে যাচ্ছে। অবশ্যই ভালো রকমের চ্যালেঞ্জ হবে।'