অধিনায়কত্ব নিয়ে সাকিবকে জোর করতে নিষেধ করছেন আশরাফুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশের ২৯ ক্রিকেটার কেউ
৮ মিনিট আগে
বিশ্বকাপে যাওয়ার আগে টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, ভারত থেকে ফিরে তিনি আর একদিনও অধিনায়কত্ব করবেন না। মাসখানেক হলো বাংলাদেশ দেশে ফিরলেও এখনও নিজের অধিনায়কত্ব নিয়ে বিসিবিকে কিছু জানাননি সাকিব। পদত্যাগ না করায় অনুমেয়ভাবে এখনও বাংলাদেশের অধিনায়ক তিনিই। কদিন আগে সেটা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবিরও চাওয়া চোট থেকে ফিরে তিন সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিক সাকিব। তবে নেতৃত্ব নিয়ে তারকা এই অলরাউন্ডারকে জোর করতে নিষেধ করছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, যেহেতু খেলার পাশাপাশি সাকিব রাজনীতি নিয়েও ব্যস্ত থাকবে তাই তাকে শুধু খেলোয়াড় হিসেবে বিবেচনা করা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, ‘সাকিব যদি করতে চায় তাহলে তো খুব ভালো। যেহেতু বিশ্বকাপে যাওয়ার আগে সাক্ষাৎকার দেখেছিলাম সে আর একদিনও অধিনায়কত্ব (ওয়ানডেতে) করতে চায় না বিশ্বকাপের পরে। তো আমার মনে হয় আমাদের জোর না করাই উচিত। তাকে একদম ফ্রি খেলতে দেয়া উচিত তিন সংস্করণেই। যেহেতু সে রাজনীতিও ব্যস্ত থাকবে। তাকে যদি শুধু খেলোয়াড় হিসেবে চিন্তা করে ক্রিকেট বোর্ড তাহলে বাংলাদেশের জন্যই ভালো।’

সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে বিশ্বকাপে সাকিবের না খেলা দুটি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডেতেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাকিব চোট থেকে সরে উঠতে না পারায় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজেও অধিনায়ক ছিলেন শান্ত।
বিপিএলের মান উন্নয়ন নিয়ে রাজিন-নাফিস-আশরাফুলদের সঙ্গে বিসিবির বৈঠক
১৭ ফেব্রুয়ারি ২৫
একই কারণে নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশের অধিনায়ক তিনি। সিলেট টেস্টে বাংলাদেশকে জেতানোর পাশাপাশি নেতৃত্বে নজর কেড়েছিলেন শান্ত। তরুণ এই ক্রিকেটারের নেতৃত্বের প্রশংসা করেছেন অনেকেই। শান্তর নেতৃত্ব ভালো লেগেছে আশরাফুলেরও। যেহেতু ৬ মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই একজনের হাতেই নেতৃত্ব দেয়া উচিত বলে মনে করেন আশরাফুল।
বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘যেহেতু ৬ মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, শান্ত ভালোও করছে। টেস্ট সিরিজটা দেখলাম, বিশ্বকাপে দুটি ম্যাচে এবং বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে করেছে। অধিনায়কত্বটা সে উপভোগ করছে। আমার কাছে মনে হয় যে একজনের হাতে এখনই দিয়ে দেয়া উচিত। সাকিবের যে খেলার সময়টা সেই সময়টা সে উপভোগ করুক। সেটাই আসলে দেশের জন্য ভালো হবে। অধিনায়কত্ব দেয়াটা মানে তার জন্য আলাদা একটা চাপ হয়ে যাবে। কারণ সে ওতটা সময়ও দিতে পারবে না।’
কদিন আগে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সাকিব। সেখানে কথা বলতে গিয়ে সাকিব জানান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাংলাদেশকে বেশি সময় দিতে চান। তারকা এই অলরাউন্ডারের এমন কথায় স্বস্তিতে বিসিবি। সাকিবের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও তাকে অধিনায়ক হিসেবে ভাবতে না করছেন আশরাফুল।
তিনি বলেন, ‘সে সাম্প্রতিক সময়ে একটা সাক্ষাৎকারে বলেছে সে এখন বাংলাদেশকে সময় দেবে, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাদ দিয়ে দেবে। এটা একটা ইতিবাচক দিক। তারপরও অধিনায়কত্ব যেহেতু সে উপভোগ করে না সেই জায়গায় আমার মনে হয় না তাকে নিয়ে এত চিন্তা করা উচিত।’