promotional_ad

দলটা বেশ ভালো, আমরা সিরিজ জিততে চাই: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাহমুদউল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা, সতীর্থদের স্মৃতিচারণ আর শ্রদ্ধা

৫ ঘন্টা আগে
ছবি: (বাম থেকে) নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মাহমুদউল্লা রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুনভাবে নিজেদের গুছিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। চোটের কারণে সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা নেই নিউজিল্যান্ড সফরের দলে। ফলে সেখানে সুযোগ পেয়েছেন নতুন আর পুরাতন অনেকে। এর মধ্যে রয়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও রিশাদ হোসেন।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে তারা প্রত্যেকেই নিজেদের সুযোগ কাজে লাগিয়েছেন। বিজয় ২৬ বলে ৩৩, সৌম্য ৫৬ বলে ৫৯, লিটন দাস ৬৩ বলে ৫৫ রান করেছেন। রিশাদ ৫৪ বলে ৮৭ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়ে নিজের অলরাউন্ড দক্ষতার একটি প্রদর্শনী দেখিয়েছেন।


এই দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস মূল সিরিজেও কাজে লাগবে বলে বিশ্বাস তার। নিউজিল্যান্ডের আতিথেয়তাতেও মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।



promotional_ad

তিনি বলেছেন, 'এটি দারুণ (আতথেয়তা)। আমরা গত কয়েক বছর ধরে এখানে খেলছি। এবার নতুন অভিজ্ঞতা হলো। কিছুক্ষণ আগে আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে। ছেলেরা উপভোগ করছে।'


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, 'আমার মতে, ছেলেরা (প্রস্তুতি ম্যাচে) খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। প্রস্তুতির দিক থেকে সবাই নিজের কাজ করছে। নিউ জিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। তো এটি দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজের ব্যাপারে আত্মবিশ্বাসী।'


নিউজিল্যান্ডের মাটিতে মাউন্টমঙ্গানুই টেস্টে জয় বাংলাদেশের ক্রিকেটের রূপকথার একটি অংশ হয়ে গেছে। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে আরও বড় কীর্তি গড়ার লক্ষ্য শান্তর। তিনি মনে করেন এটা অসম্ভব কিছু না।


শান্তর ভাষ্য, 'সত্যি বলতে, দল হিসেবে আমরা সিরিজ জিততে চাই। আমাদের দলটা বেশ ভালো। যেমনটা বললেন, গত বছর এখানে আমরা একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য, এই দুই সিরিজ জেতা। যদি জিততে পারি, আমাদের দলের জন্য দারুণ হবে।'



বিশ্বকাপের আগে ও পরে মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। ফলে কিউই ক্রিকেটারদের বেশ ভালো করেই চেনা আছে বাংলাদেশের। এমনকি তাদের ভিডিও ফুটেজ দেখেও নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।


নিজেদের প্রস্তুতি নিয়ে শান্ত বলেছেন, 'আমরা বেশিরভাগ ক্রিকেটারকেই চিনি। কয়েকজন অবশ্য একদমই নতুন। আমাদের কাছে তাদের খেলার ফুটেজ আছে। দলীয় আলোচনার সময় আমরা সেসব দেখব। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball