নিউজিল্যান্ডকে অনুসরণ করবে বাংলাদেশ, ধারণা নিকোলসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৪ ঘন্টা আগে
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড। সেই সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল কিউইরা। বিশ্বকাপ শেষে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড। এই সিরিজটি শেষ হয়েছে ১-১ সমতায়।
বাংলাদেশ এবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে। এই সফরে বাংলাদেশ নিউজিল্যান্ডকে অনুকরণ করতে চাইবে বলে মনে করেন হেনরি নিকোলস। কিউই এই টপ অর্ডার ব্যাটার মনে করেন নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলা বাংলাদেশের জন্য সহজ হবে না।
সিলেটে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। মিরপুর টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার মানতে হয়েছে বাংলাদেশকে। টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন নিকোলস। তবে নিজেদের সাফল্যের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

নিকোলস বলেছেন, 'হ্যা, অবশ্যই এটা তাদের জন্য ভালো একটি সিরিজ ছিল। এই সিরিজটিও একইরকম। বিশ্বকাপে যারা খেলেছে তাদের অনেকেই ছিল না। আমি বলব সেখানে আমাদেরও সফলতা ছিল। আমরা জানি আপনি যখন বিদেশের মাটিতে সফল হবেন এটা খুবই ফলপ্রসূ হয়। নিউজিল্যান্ড তাদের কন্ডিশনে যেমন করেছে বাংলাদেশও তেমনটাই করতে চাইবে।'
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
বাংলাদেশের বিপক্ষে এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে মাঠে নামতে চলেছে নিউজিল্যান্ড। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার জস ক্লার্কসন, ফাস্ট বোলার উইল রুর্কি ও লেগ স্পিনার আদি অশোক। তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে দেয়াই লক্ষ্য দলের অভিজ্ঞ ক্রিকেটারদের।
এ প্রসঙ্গে নিকোলস বলেন, 'আমাদের দলে কয়েকজন নতুন মুখ আছে। তারা উন্মুখ হয়ে আছে। বেশিরভাগ ক্রিকেটারই অভিজ্ঞ, যারা নতুন এসেছে তারা যেন স্বস্তিজনক পরিবেশ পায় এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং তাদের উপভোগ করার সুযোগ দিতে হবে নিজেদের সামর্থ্য দেখানোর জন্য।'
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে পারেননি নিকোলস। প্রথম টেস্টে ১৯ ও ২। আর দ্বিতীয় টেস্টে ১ ও ৩ রান করেছিলেন তিনি। এর আগে ওয়ানডে সিরিজে অবশ্য তিন ম্যাচেই ৪০ এর ওপরে রান করেছেন তিনি। এক ম্যাচে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।
সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে মুখিয়ে আছেন নিকোলস। তিনি বলেন, 'বিশ্বকাপের আগে আমি ওয়ানডে সিরিজেরও অংশ ছিলাম। আমরা তাদের মাটিতে দারুণ খেলেছি। কন্ডিশন খুব বড় একটা জিনিস। যেটা আমাদের পরিবর্তন হয়েছে। এমনকি আবহাওয়াও বদলে গেছে। আমি নিশ্চিত ডারবানে রোদ থাকবে। তবে ঠান্ডাও থাকবে। বাংলাদেশকে মানিয়ে নিতে হবে।'