কলকাতার নেতৃত্বে ফিরলেন আইয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল জেতার পর যথেষ্ট স্বীকৃতি পাইনি: আইয়ার
১১ মার্চ ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নেতৃত্বে ফিরলেন শ্রেয়াস আইয়ার। আগামী আসর থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন তিনি। তার ডেপুটি হিসেবে থাকবেন নীতিশ রানা। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে অবশ্য কলকাতার অধিনায়ক হিসেবেই ছিলেন আইয়ার। কিন্তু ইনজুরিতে পড়ায় গত আইপিএলে নেতৃত্ব দিতে পারেননি তিনি। এমনকি পুরো আসর থেকে ছিটকেও যান টপ অর্ডার এই ব্যাটার।

ফলে বাকি আসরের জন্য অধিনায়ক হিসেবে কলকাতা বেছে নেয় নীতিশকে। নীতিশের অধীনে অবশ্য প্লে-অফে উঠতে পারেনি দু'বারের আইপিএল শিরোপাজয়ীরা। দশ দলের আইপিএলে ১৪ ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার সাতে থেকে শেষ করে তারা।
আইপিএলে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল
৯ মিনিট আগে
কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মিশোরি বলেন, 'এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার যে ২০২৩ সালের আইপিএল শ্রেয়াস খেলতে পারেনি। আমরা খুবই আনন্দিত কেননা সে অধিনায়ক হিসেবে ফিরতে যাচ্ছে। সে তার ইনজুরি কাটিয়ে ওঠার জন্য অনেক পরিশ্রম করেছে।'
'সে নিজের অবস্থানকে আরও শক্ত করেছে। আমরা নীতিশ রানার ওপর কৃতজ্ঞ, গত বছর সে শ্রেয়াসের জায়গায় দায়িত্ব নিতে চেয়েছে এবং দারুণ কাজ করেছে। কেকেআরের লাভের জন্য শ্রেয়াসকে নীতিশ সব ধরনের সাহায্য করবে বলেই আমাদের বিশ্বাস।'
নেতৃত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত আইয়ার। একইসঙ্গে বন্ধু নীতিশ রানাকে সহ-অধিনায়ক হিসেবে পেয়ে দারুণ খুশি তিনি। আইয়ারের মতে, এতে কলকাতার লিডারশিপ সামর্থ্য আরও বেড়েছে।
আইয়ার বলেন, 'আমি মনে করি, গত আসরে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইনজুরির কারণে আমার না খেলতে পারা। নীতিশ অসাধারণ কাজ করেছে। সে শুধু আমার অভাবই পূরণ করেনি, অসাধারণ নেতৃত্বও দিয়েছে। আমি খুশি কেননা কেকেআর তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে। সন্দেহ নেই, এটা লিডারশিপ গ্রুপের সামর্থ্য বাড়াবে।'