পান্তই থাকছেন দিল্লির অধিনায়ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল
১ মার্চ ২৫
গত বছর সড়ক দুর্ঘটনায় ভয়ানকভাবে আহত হয়েছিলেন ঋষভ পান্ত। ছিলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষবারের মৌসুমেও। সেসময় দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন নতুন অধিনায়কের অধীনে খেললেও দিল্লির আসল নেতা থাকবেন পান্তই। অবশেষে ২২ গজে ফিরতে যাচ্ছেন পান্ত। এবার তিনি থাকবেন দলটির নেতৃত্বেও।
মাসখানেক আগে এমনটাই জানিয়েছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি। যদিও এরই মাঝে গুঞ্জন ওঠে পান্তকে চেন্নাইয়ের কাছে ছেড়ে দেবে দিল্লি। অর্থাৎ চেন্নাইতে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হবেন পান্ত!

যদিও এমন সংবাদকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। অধিনায়ক হিসেবেই পান্ত দিল্লিতে থাকছেন বলে প্রতিবেদনে লিখেছে তারা। ১৯ ডিসেম্বরের নিলামকে সামনে রেখে নাকি এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দিল্লির হয়ে ১৪৭.৯৭ স্ট্রাইক রেটে দুই হাজার ৮৩৮ রান করা পান্ত।
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
২৩ ঘন্টা আগে
দলের রিটেইন লিস্ট, ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা এবং আসন্ন নিলামে দিল্লি কাদের দলে ভেড়াবে- এই সব ব্যাপারে কোচ, টিম ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষের সঙ্গে কথাও বলেছেন ২০১৬ সাল থেকে দলটির হয়ে ৯৮ ম্যাচ খেলা পান্ত।
গত বছরের শেষ সপ্তাহে দিল্লি থেকে বন্ধুর বাড়িতে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় এই উইকেটরক্ষক। এরপর হঠাত তার গাড়িটি হাইওয়ের একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনার শিকার হন তিনি।
সেই ভয়ানক দুর্ঘটনা থেকে কোনও রকম প্রাণে বেঁচে ফিরেছিলেন পান্ত। ফলে একাধিক অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
এদিকে আইপিএলের গত মৌসুমে দলের হয়ে মাঠে নামতে না পারলেও দিল্লি ক্যাপিটালসের কয়েকটি ম্যাচে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন পান্ত। তবে মাঠের লড়াইয়ে তিনি না থাকায় ডেভিড ওয়ার্নার দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার সবকিছু ঠিক থাকলে দিল্লির আসল নেতাকেই মাঠে নেতৃত্ব দিতে দেখা যাবে।