promotional_ad

ইচ্ছার বিরুদ্ধে মুশফিকের ইচ্ছাকৃত ভুল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

ইনিংসের ৪১তম ওভারে কাইল জেমিসনের উইকেটের ওপর করা ডেলিভারিতে ব্যাকফুটে খেলেছিলেন মুশফিকুর রহিম। বল ব্যাটে লাগার পর মাটিতে পরে লাফিয়ে উঠে। বল স্টাম্পের দিকে ধেয়ে না আসলেও হঠাৎই বলটি হাত দিয়ে সরিয়ে দেন মুশফিক। স্টাম্পে লাগতে পারে ভেবে খানিকটা ইচ্ছাকৃতভাবেই বলটি সরিয়ে দেন তিনি। বাংলাদেশের এই ক্রিকেটারের এমন কাণ্ডে আবেদন করেন জেমিসন। তাকে সঙ্গ দিয়েছেন নিউজিল্যান্ডের বাকি ফিল্ডাররাও।


পরবর্তীতে তৃতীয় আম্পায়ার ভিডিও দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। তাতে করে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন তিনি। মুশফিকের এমন আউটে হতাশা প্রকাশ করেছেন ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল। অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমন কিছু মেনেই নিতে পারছিলেন না তিনি।



promotional_ad

এমনকি মুশফিকের এমন আউটের পেছনে কোনো অজুহাতও দাঁড় করানোর পক্ষে নন তামিম। হতাশায় প্রকাশ করেছিলেন আতহার আলী খানও। মিরাজ যদিও বলছেন এমনটা ইচ্ছাকৃতভাবে করেননি মুশফিক। তাতে করে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই যেন ইচ্ছাকৃত এক আউট হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।


আরো পড়ুন

‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ

২০ ফেব্রুয়ারি ২৫
জসপ্রিত বুমরাহ (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ফাইল ফটো

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিকের আউটের ব্যাখ্যা দিতে গিয়ে মিরাজ বলেন, ‘দেখেন, এটা তো ইচ্ছাকৃতভাবে হয় না। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। জিনিসটা হয় কী, তিনি তো ইচ্ছাকৃত করেননি। কিন্তু জেনেশুনে কেউ কখনও আউট হতে চায় না। এটা ফ্লোতে খেলতে গিয়ে হয়ে গেছে এরকম।’


বাংলাদেশের এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘আপনি দেখেন, খেলার পরিস্থিতিতে ??নেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছুতে থাকে। এটা তো ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয় মুশফিক ভাই যেটা আউট হয়েছে। খেলে ফ্লোতে মনে করেন চলে গেছে।’



মুশফিকের আউটের ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটের উদাহরণও টেনেছেন মিরাজ। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন ম্যাথিউস। সেদিন সিদ্ধান্তটি বাংলাদেশের পক্ষে গেলেও মিরপুর টেস্টের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ গেছে বিপক্ষে। যদিও সেটার সঙ্গে মুশফিকের আউটকে একেবারে মিলিয়ে ফেলছেন না মিরাজ।


তিনি বলেন, ‘একটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টামড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, এটা তো আপনি দেখেন ফ্লোতে হয়ে গেছে। আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা ফ্লোতে হয়ে গেছে। ইনটেনশনভাবে করা হয়নি। সেটা করা হলে তো ব্যাটারের জন্য কঠিন, আউট হয়ে যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball