‘এক্স-ফ্যাক্টর’ নয় এনসিএলের মুরাদকে চান হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
১৪ ঘন্টা আগে
উপমহাদেশ মানেই স্পিনারদের স্বর্গরাজ্য। যেখানে ম্যাচের বড় পার্থক্য গড়ে দিতে পারে তারা। ফলে এক ঝাঁক স্পিনার নিয়েই বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড। টাইগারদেরও রয়েছে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের মতো স্পিনার। এদের ভিড়েই অভিষেক হতে যাচ্ছে হাসান মুরাদের। তাই চাপমুক্ত থেকে জাতীয় লিগের মতই নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হওয়ার পূর্ণশক্তির দল নিয়েই ঢাকায় পা রেখেছে টিম সাউদির দল। যেখানে দেখা যাবে কিউই ব্যাটার কেন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্রদের। ফলে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে প্রথমবারের মত দলে ডাক পাওয়া স্পিনার মুরাদের।

এদিকে চলতি এনসিএলের শেষ ম্যাচেও চট্টগ্রামের বিপক্ষেও দারুণ বোলিং করেছেন মুরাদ। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ছিলেন দুর্দান্ত। তুলেছেন পাঁচ উইকেট। এমন পারফরম্যান্সই তাকে জাতীয় দলের টিকেট হাতে এনে দিয়েছে। অবশ্য দলে আছেন অতিরিক্ত স্পিনার হিসেবেই। ফলে একাদশে জায়গা পেতে তার লড়াই করতে হবে বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও নাইমের হাসানের সঙ্গে।
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
অবশ্য মুরাদকে দলে নেয়া হয়েছে অতিরিক্ত স্পিনার হিসেবেই। এই প্রসঙ্গে কিছুদিন আগেই মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'একদম নতুন হাসান মুরাদকে দলে নিয়েছি। গত দুই বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ও যথেষ্ট ভালো বোলিং করেছে। হাই পারফরম্যান্সে যথেষ্ট ভালো কাজ করেছে।'
এখনও পর্যন্ত এই ডানহাতি স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫টি ম্যাচ খেলে ৪৩ ইনিংসে ১২১ উইকেট নিয়েছেন। এর মধ্যে ৫ উইকেটই নিয়েছেন ১১ বার। সাদা পোশাকে ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যান ১১৯ রানে ৮ উইকেট। তবে প্রথমবারের মত জাতীয় দলে খেলতে নামলে কিছুটা চাপে থাকতে পারেন।
তাই মুরাদকে এক্স ফ্যাক্টর নয় বরং নিজের স্বাভাবিক খেলাটাই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কোচ হাথুরুসিংহে, 'হাসান মুরাদের কাছে আমার বার্তা থাকবে, এক্স ফ্যাক্টর হতে হবে না। গত ২ এনসিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছ। ওখানে যা করেছ, এখানেই তাই করো।'