বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৫ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দল। ভিন্ন দুটি ফ্লাইটে নিউজিল্যান্ডের ১৭ ক্রিকেটার মঙ্গলবার ঢাকায় পা রেখেছেন।
মঙ্গলবার সাড়ে ১০টায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার সিঙ্গাপুর হয়ে ঢাকায় এসেছেন। বাকি ১৪ ক্রিকেটার দুবাই হয়ে বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কোচিং স্টাফের সদস্যও।

নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটার ও স্টাফরা আসবে বুধবার রাতে। তারা সরাসরি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবেন। মঙ্গলবার ঢাকায় আসা ক্রিকেটাররা বুধবার সকালে সিলেটে যাবেন।
বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা
৯ ঘন্টা আগে
আনুমানিক সকাল সাড়ে ১০টায় তাদের ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকা থেকে সিলেটে যাবেন বুধবার রাত ৮টায়।
২৮ নভেম্বর সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সিলেটে দুই দলেরই অনুশীলনের কথা রয়েছে। এরপর দুই দলই ঢাকায় ফিরবে। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।