ডাসেন- ফেলুকায়োর ব্যাটে আফগানিস্তানকে হারাল প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
ভ্যান ডান ডাসেন ও আন্দিলে ফেলুকায়োর ব্যাটে ভর করে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান জোরালো করেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪। তবে রান রেটে এগিয়ে থাকায় সাউথ আফ্রিকার সেরা দুইয়ে থাকা প্রায় নিশ্চিত।
এই ম্যাচে সাউথ আফ্রিকাকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। লক্ষ্য নাগালের মধ্যে পেয়ে প্রোটিয়াদের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। বাভুমা আউট হন ২৩ রান করে। এরপর ডি কক আউট হন ৪১ করে।
ফলে কিছুটা চাপে পড়ে সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ২৫ রানের বেশি করতে পারেননি। ১০ করে ফিরে যান মারকুটে ব্যাটার হ্যানরিখ ক্লাসেন। ফলে প্রোটিয়াদের জয় নিয়ে জাগে শঙ্কা। পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে নিয়ে ৪১ রান যোগ করেন ডাসেন।

ফলে জয়ের পথ কিছুটা সুগম হয়। মিলার ২৪ করে ফিরে গেলে ফেলুকোয়োকে নিয়ে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটি গড়ে প্রোটিয়াদের জয় এনে দিয়েছেন ডাসেন। এই ব্যাটার অপরাজিত ছিলেন ৯৫ বলে ৭৬ রান করে। আর ফেলুকায়ো ৩৭ বলে ৩৯ রান নিয়ে অপরাজিত থেকেছেন। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবি। একটি উইকেট যায় মুজিব উর রহমানের ঝুলিতে।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তুললেও। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল আফগানিস্তান। তৃতীয় উইকেটে আজমত ও রহমত শাহ মিলে যোগ করেন ৪৫ রান। রহমত ফিরেছেন ৪৬ বলে ২৬ রান করে। এরপর ইকরাম আলী খিল বেশিক্ষণ থিতু হতে পারেননি।
তার ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। ২ রান করে আউট হয়েছেন মোহাম্মদ নবি। রশিদ খান ভালো শুরু পেলেও ১৪ রানের বেশি করতে পারেননি। আজমতকে সঙ্গ দিতে এসে ৩২ বল ২৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন নূর আহমেদ।
অষ্টম উইকেটে এই জুটি থেকে এসেছে ৪৪ রান। মুজিব আউট হয়েছেন ৮ রান করে। শেষ পর্যন্ত নাভিন উল হককে নিয়ে ইনিংস শেষ করে এসেছেন আজমত। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৬ বলে ৯৭ রান করে। ইনিংস জুড়ে ৩টি ছক্কা ও ৭টি চারের মার মেরেছেন আজমত।
ইনিংসের শেষ বলে নাভিন উল হক ২ রান করে রান আউট হয়েছেন। সাউথ আফ্রিকার হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েতজি। ২টি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিদি ও কেশভ মহারাজ। একটি উইকেট গেছে আন্দিলে ফেহলুকায়োর ঝুলিতে।