বিশ্বকাপ শেষ হেনরির, বদলি জেমিসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফাইনালে হেনরিকে নিয়ে অনিশ্চয়তা
৭ মার্চ ২৫
বিশ্বকাপের আগমুহূর্তে ডান হাতের বুড়ো আঙ্গুলে অস্ত্রোপচার করান টিম সাউদি। যার কারণে বিশ্বকাপে তার ব্যাক আপ হিসেবে কাইল জেমিসনকে দলের সঙ্গে রাখে নিউজিল্যান্ড। সাউদি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় দেশে ফিরে গিয়েছিলেন জেমিসন। এবার আবারও দলের সঙ্গে যোগ দিলেন তিনি। ম্যাট হেনরি চোট পেয়ে ছিটকে যাওয়ায় কিউই স্কোয়াডে জায়গা মিলেছে জেমিসনের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। পুনেতে গত ১ নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি। তৎক্ষণাৎ এমআরআই স্ক্যান করা হয় তাকে। জানা যায়, তার গ্রেড টু লোয়ার টিয়ার আছে।

এখান থেকে সেরে উঠতে অন্তত দুই থেকে চার সপ্তাহ লাগবে হেনরির। সেক্ষেত্রে এই বিশ্বকাপে আর খেলার সম্ভাবনাই নেই এই পেসারর। এদিকে এই রিপোর্ট পাওয়ার আগে কিউই দলের সঙ্গে যুক্ত করা হয় জেমিসনকে। এবার তাকে আনুষ্ঠানিকভাবে হেনরির বদলি ঘোষণা করা হলো।
৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে
৯ ঘন্টা আগে
হেনরির ছিটকে যাওয়া নিয়ে কিউই কোচ গ্যারি স্টেড বলেন, 'দীর্ঘদিন ধরে ম্যাট আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার বাদ যাওয়াটা খুবই হতাশাজনক। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আইসিসির শীর্ষ দশে ওডিআই বোলারদের মধ্যে স্থান পাওয়া তার ক্লাস এবং দক্ষতার প্রমাণ। এছাড়া, ম্যাট একজন দুর্দান্ত টিমম্যান এবং আমরা সবাই তার ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতা মিস করতে যাচ্ছি।'
'আমরা ভাগ্যবান যে কাইলের মতো দক্ষ একজন খেলোয়াড় অপেক্ষা করছে। তার দক্ষতা এবং শারীরিক গুণাবলী সবসময় বোলিংয়ের জন্য হুমকিদায়ক এবং অতিরিক্ত বোনাস সে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ আমাদের সঙ্গে অনুশীলন করেছে।'
বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে কিউইরা। বেঙ্গালুরুতে আগামীকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দলটি।