promotional_ad

বিশ্বকাপে টপলির বদলি কার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কর্নওয়ালের পর চোটে বিপিএল শেষ টপলির

২৬ জানুয়ারি ২৫
প্রথমবার বিপিএল খেলতে এসে হতাশা নিয়ে ফিরতে হলো রিস টপলিকে, ক্রিকফ্রেঞ্জি

আফগানিস্তানের কাছে হারের পর সাউথ আফ্রিকার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। চার ম্যাচের তিনটিতে হারা ইংলিশদের জয় মাত্র একটিতে। এমন বাজে সময়ের মাঝে রিস টপলিকে হারাতে হয়েছে তাদের। টপলির বদলি হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাকা হয়েছে ব্রাইডন কার্সকে।


বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন টপলি। ইংল্যান্ডের পেসারদের মাঝে যা সর্বোচ্চ। বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় অবদানও রেখেছিলেন বাঁহাতি এই পেসার। স্যাম কারান, মার্ক উড, ডেভিড উইলি কিংবা ক্রিস ওকসরা যখন ভালো করতে পারছিলেন তখন ইংলিশদের পেস অ্যাটাক একাই সামলাচ্ছিলেন টপলি।



promotional_ad

টুর্নামেন্টের চার ম্যাচ পর এবার তাকে হারাল ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন টপলি। নিজে বোলিং করে বল থামানোর সময় বাম হাতের তর্জনীতে আঘাত পেয়েছিলেন। টেপ পেঁচিয়ে শেষ দিকে বোলিং করলেও ব্যাটিংয়ে নামা হয়নি তার।


আরো পড়ুন

হায়দরাবাদে কার্সের বদলি মুল্ডার

৬ মার্চ ২৫
উইয়ান মুল্ডার ও ব্রাইডন কার্স

স্ক্যান রিপোর্টে চিড় ধরা পরায় বিশ্বকাপ শেষ টপলির। যার ফলে ভারত ছেড়ে ইংল্যান্ডের বিমান ধরতে হচ্ছে বাঁহাতি এই পেসারকে। টপলি ছিটকে যাওয়ার পর অনেকে ধারণা করছিলেন বিকল্প হিসেবে জফরা আর্চারকে দলে নেবে ইংল্যান্ড। যদিও এমন সম্ভাবনার কথা আগেই উড়িয়ে দিয়েছিলেন প্রধান কোচ ম্যাথু মট।


পরের ম্যাচের আগেই টপলির বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে ডাকা হয়েছেন পেসার কার্সকে। বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাটিংয়েও রান তুলতে পারেন তিনি। মাঝের ওভারে কার্যকরী বোলিং করতে পারার কারণে কার্সকে ডাকা হয়ে থাকে জুনিয়র লিয়াম প্লাংকেট হিসেবে।



ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২ ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন কার্স। ওয়ানডেতে ১৪ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন চারটি উইকেট। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। এর আগে বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেবেন কার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball