৮ ছক্কা ও ৪৪১.৬৬ স্ট্রাইক রেটে যুবরাজের রেকর্ড ভাঙলেন আশুতোষ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগে নেপালের দীপেন্দ্র সিং আইরের কাছে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড হারিয়েছেন যুবরাজ সিং। যদিও ভারতীয় হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা দখলে ছিল সাবেক এই অলরাউন্ডারেরই। মাসখানেকের ব্যবধানে হারালেন সেটিও।
৮ ছক্কা ও এক চারে ১১ বলে হাফ সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে ভারতীয় হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে যুবরাজকে পেছনে ফেলেছেন আশুতোষ শর্মা। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ হাফ সেঞ্চুরি করেছিলেন ১২ বলে। প্রায় ১৬ বছর রেকর্ডটি নিজের করে রাখলেও মাসখানেকের ব্যবধানে হারালেন দুটিই।

রাঁচিতে সৈয়দ মুশতাক আলী ট্রফির ‘সি’ গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন আশুতোষ। রেলওয়ে ১৩১ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে এসেছিলেন তিনি। যেখান থেকে মাত্র ১২ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। ব্যাটিং করেছেন ৪৪১.৬৬ স্ট্রাইক রেটে।
যদিও হাফ সেঞ্চুরির পরই ফিরেছেন আশুতোষ। কভার, লং অফ, লং অন এবং লেগ সাইড দিয়ে ছক্কাগুলো মেরেছেন ডানহাতি এই ব্যাটার। আশুতোষের কল্যাণে শেষ ৫ ওভারে ১১৫ রান তোলে রেলওয়ে। ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানের পুঁজি পায় তারা।
২৫ বছর বয়সী আশুতোষ রেলওয়ের হয়ে এদিন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। সবমিলিয়ে এটি তার দশম টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৮ সালে মধ্য প্রদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার। জনপ্রিয় এই সংস্করণে সবশেষ খেলেছেন ২০১৯ সালে।
৫০ ওভারে ক্রিকেটে আশুতোষ খেলেছেন মাত্র একটি ম্যাচে। সেটিও বছর চারেক আগে ২০১৯ সালে মধ্য প্রদেশের হয়ে। এদিকে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়নি ডানহাতি ব্যাটারের। তবে যুবরাজের রেকর্ড ভাঙার পর নিশ্চিতভাবেই কদর বাড়বে আশুতোষের।