promotional_ad

হাসান মুরাদ- নাঈমদের বোলিংয়ের সামনে ম্লান গাজীর ৯৭

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগকে ৮৭ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। ম্যাচ জেতার জন্য শেষদিনে বরিশালের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১১ রানের। তবে ব্যাট হাতে সোহাগ গাজীর অসাধারণ নৈপুণ্যের পরও বরিশাল অলআউট হয় ২২৪ রানে। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ একাই নেন চার উইকেট।


লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। মোহাম্মদ ইফরান হোসেনের বলে উইকেটরক্ষক ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে ফিরে যান মঈনুল ইসলাম। স্কোরবোর্ডে ৪৪ রান তুলতে ফিরে যান অধিনায়ক ফজলে রাব্বিও।



promotional_ad

ইয়াসিন আরাফাত মিশুর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান ১৭ রান করা রাব্বি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ৯১ রানের মধ্যে পাঁচ উইকেট হারায়। ৮৭ বলে ২৪ রান করা ইফতাখার হোসেন ইফতিকে বোল্ড করেন হাসান মুরাদ।


আরো পড়ুন

তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম

১২ ডিসেম্বর ২৪
তামিমের আরেকটি দারুণ শট, ছবি: ক্রিকফ্রেঞ্জি

৩৯ বলে ২০ রান করা সালমান হোসেন ইমনকেও বোল্ড করেন হাসান মুরাদ। তার এক বল পরই ফিরে যান জাকারিয়া মাসুদও। শর্ট থার্ড ম্যান অঞ্চলে শামীম পাটোয়ারির ক্যাচ হয়ে ফিরে যান তিনি। পরের উইকেটটি বরিশাল হারায় দলীয় ১২৬ রানে।


এই ব্রেক থ্রুও এনে দেন হাসান মুরাদ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ৩৬ রান করা শাহরিয়ার সাকিব। এরপর একদিক থেকে কিছুক্ষণ পরপর উইকেট পড়লেও দলের রানের খাতা সচল রাখেন সোহাগ গাজী।



দেখতে দেখতে হাফ সেঞ্চুরিও করে ফেলেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। যদিও সেঞ্চুরি করতে পারেননি গাজী। ১৩২ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ৯৭ রান করা এই অলরাউন্ডারকে ফেরান ফাহাদ হোসেন।


তারপর ম্যাচ থেকে চূড়ান্তভাবে ছিটকে যায় বরিশাল। চট্টগ্রামের হয়ে ফাহাদ, নাঈম হোসেন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন ইফরান ও ইয়াসিন আরাফাত মিশু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball