১৫২ রান তাড়ায় ৫ ব্যাটারের ডাক, তিনদিনে হারল রংপুর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কা টি-টেনে কলম্বোর হয়ে খেলবেন রনি
৯ ডিসেম্বর ২৪
১৫২ রান তাড়া করার জন্য রংপুর বিভাগের কাছে যথেষ্ট সময় ছিল। তবে সেটা কাজে লাগাতে পারেননি তারা। ঢাকার তিন পেসার এনামুল হক, সালাউদ্দিন সাকিল এবং সুমন খানের দারুণ বোলিংয়ে ১২৮ রানে গুটিয়ে যায় উত্তরবঙ্গের দলটি। ডাক মেলেছেন রংপুরের পাঁচ ব্যাটার। ফলে ঢাকার কাছে ২৩ রানে হারতে হয়েছে রংপুরকে।
মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুটা মোটেও ভালো ছিলো না ঢাকার। আগের দিনের দুই থিতু হওয়া ব্যাটার তাইবুর রহমান ও নাজমুল ইসলাম অপু মাত্র এক রানের ব্যবধানে ফেরেন সাজঘরে। এদিন আর কোনও রান যোগ করতে পারেননি অপু। আরিফুল হকের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আগের দিনের ৬০ রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ করে তাইবুর ফেরেন আসাদুল্লাহ গালিবের বলে।
এরপর এনামুলকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন সুমন খান। তবে এই জুটিকে বড় হতে দেননি নবীন ইসলাম। মাত্র ৭ রান করেই মীম মোসাদ্দেকের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই ওভারে সুমন ফেরেন ৩৩ রান করে। ফলে ২২৩ রানেই থামে ঢাকার ইনিংস। তবে ১৯৫ রানের লক্ষ্যে রংপুরের শুরুটা হয় বেশ বাজে ভাবে। মাত্র পঞ্চাশ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে রংপুর।
ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানে সুমন। মাইশুকুর রহমানকে ৭ ও জাহিদ খানকে শূন্য রানে ফেরালে ৭ রানেই দুই উইকেট হারায় রংপুর। এরপর দলীয় ১৬ রানে মীমকে (২) ফেরান এনামুল। এরপর ১৩ রান করা আরেক ওপেনার মেহেদি মারুফকেও ফেরান ডানহাতি এই মিডিয়াম পেসার। এরপর শাকিলের বলে তানভির হায়দারও ফেরেন শূন্য রান করে।

একই পথে হাঁটেন নবীন। এনামুলের বলে মেহেদি ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এদিকে একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক আরিফুল হক বোল্ড হয়েছেন এনামুলের বলে। ফলে ৪৪ রানেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। তবে সঞ্জিত সাহাকে নিয়ে দলকে জয়ের আশা দেখান নিহাদ উজ জামান। তবে ইনিংসের ৩৬ তম ওভারে সাকিলের জোড়া আঘাতে ম্যাচ হাত থেকে ফসকে যায় রংপুর।
জাওয়াদের ঝড়ো হাফ সেঞ্চুরি, মুশফিক-শান্তর রাজশাহীর বিদায়
১৮ ডিসেম্বর ২৪
হাফ সেঞ্চুরি করা নিহাদকে নিহাদুল ইসলামের কাছে ক্যাচের ফাঁদে ফেলে ম্যাচের মোড় ঘুরানন সাকিল। ৫৬ রানে নিহাদ ফেরার পর একই ওভারে গালিব আউট হয়েছেন শূন্য রানে। অন্যদিকে সঞ্জিত ২২ রানে অপরাজিত থাকলেও শুভাগত হোমের বলে পাঁচ নম্বর ব্যাটার হিসেবে শূন্য রানে আউট হন সোহেল। ফলে ২৩ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা।
অবশ্য ম্যাচের প্রথম ইনিংসেই লাগাম ধরে রেখেছিল রংপুর। প্রথম ইনিংসে রনি তালুকদারের সেঞ্চুরিতে ১৬৬ রান তুলতে সক্ষম হয় ঢাকা। জবাবে প্রথম ইনিংসেই ৭২ রানের লিড পায় রংপুর। তবে দ্বিতীয় ম্যাচে তাইবুরের ৬৬ ও ঢাকার বোলারদের তোপের মুখে পরে ২৩ রানের আক্ষেপ নিয়ে তিন দিনে ম্যাচ শেষ করে রংপুর।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা (প্রথম ইনিংস)- ১৬৬/১০ (৩৫.৪ ওভার) (রণি ১০২, অপু ১৯)
রংপুর (প্রথম ইনিংস)- ২৩৮/১০ (৭৩.১ ওভার) (মীম ৭১, আরিফুল হক ৫৮)
ঢাকা (দ্বিতীয় ইনিংস)- ২২৩/১০ (৬১.৫ ওভার) (তাইবুর ৬৬, রনি ৩৯)
রংপুর (দ্বিতীয় ইনিংস)- ১২৮/১০ (৪১.১ ওভার) (নিহাদ ৫৬, সানজিদ ২২*)।
ফলাফল: ঢাকা ২৩ রানে জয়ী
ম্যাচসেরা: রনি তালুকদার