promotional_ad

‘কিছু সময় আল্লাহ বিল্লাহ করেও উইকেট পাবেন না’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএল খেলতে বিসিবির কাছে এনওসি চাননি তাসকিন-মুস্তাফিজরা

১২ মার্চ ২৫
ফাইল ছবি

বিশ্বকাপের আগে পেসারদের নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। তবে ভারতে খেলতে গিয়ে প্রত্যাশার ধারে কাছে বোলিং করতে পারছেন না তাসকিন আহমেদরা। খরুচে বোলিংয়ের সঙ্গে শুরুতে উইকেট না পাওয়া ভোগাচ্ছে বাংলাদেশকে। ভালো বোলিং করলেও কখনও কখনও উইকেট পাওয়া যায় না, এমনকি আল্লাহ বিল্লাহ করলেও। সেটাই মনে করিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান।


বছর দুয়েক ধরে বদলে গেছে বাংলাদেশের পেস বোলিং প্রেক্ষাপট। বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের রীতিমতো পেস বিপ্লব চলছে, পরিসংখ্যানও সেই কথাই বলছে। ২০২৩ সালে ২২ ওয়ানডে খেলে বাংলাদেশের পেসাররা নিয়েছেন ৯৩ উইকেট। যেখানে প্রতি উইকেট নিতে তাসকিন-মুস্তাফিজদের খরচ হয়েছে ২৫.০১ রান। বাংলাদেশের চেয়ে কম গড়ে উইকেট নিয়েছেন ভারতের পেসাররা।


মোহাম্মদ সিরাজ-জসপ্রিত বুমরাহরা মিলে ২৩ ম্যাচে নিয়েছেন ১১৮ উইকেট। তাদের বোলিং গড় ২২.৪৯। এদিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের পেস বোলিং বিভাগের নেতৃত্ব দেয়া তাসকিনও আছেন দারুণ ছন্দে। এবছর সবচেয়ে কম ৪.৪৮ ইকনোমি রেটে বোলিং করেছেন ডানহাতি এই পেসার। যেখানে তার পেছনে রয়েছেন বুমরাহ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি কিংবা মিচেল স্টার্কদের মতো পেসার।



promotional_ad

ফলে বিশ্বকাপে তাদের নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অথচ সেই তাসকিন এখন পর্যন্ত তিন ম্যাচে নিয়েছেন ২ উইকেট। আরেক পেসার মুস্তাফিজের শিকারও ২ উইকেট। যদিও শরিফুল ইসলাম তুলনামূলক বেশি উইকেট পেয়েছেন। বাঁহাতি পেসারের ঝুলিতে আছে ৫ উইকেট। তবে তাদের তিনজনের কেউই পাওয়ার প্লেতে উইকেট নিতে পারছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল মুস্তাফিজ একটি উইকেট নিতে পেরেছিলেন।


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

এদিন ৮ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তাসকিন। তবে মুস্তাফিজ মনে করেন তাসকিন খারাপ বোলিং করেননি। এ প্রসঙ্গে বাঁহাতি এই পেসার বলেন, ‘ও (তাসকিন) তো খারাপ বোলিং করেনি আজকে। ভালো খারাপ মিলিয়েই…কিছু সময় আপনি ভালো বোলিং করেও উইকেট পাবেন না। কিছু সময় আল্লাহ বিল্লাহ করেও উইকেট পাবেন না।’


নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন বলে বাংলাদেশের শুরুটা করেছিলেন মুস্তাফিজ ও শরিফুল। বাঁহাতি এই দুই পেসার মিলে কিউই ব্যাটারদের বেশ ভালোভাবেই পরীক্ষা নিয়েছেন। মুস্তাফিজরা উইকেট থেকে বাড়তি সুইং পাওয়ায় ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনদের ভুগতে হয়েছে। তবে লক্ষ্য খুব বেশি বড় না হওয়ায় ঝুঁকি নিতে হয়নি তাদের।


ম্যাচ শেষে কিছু রান কম হওয়ার আক্ষেপ করলেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমরা পেসাররা শুরুতে ভালো করেছিলাম। যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে মনে হয় আরও বেশি সুযোগ থাকত। ওরা আরও বেশি ঝুঁকি নিয়ে খেলত।’



আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই ই করতে পারেনি সাকিব আল হাসানের দল। তাতে করে সেমিফাইনাল খেলার স্বপ্ন ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে। বাংলাদেশের এখনও বাকি আছে ছয় ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দল। 


যদিও মুস্তাফিজ মনে করেন তারা ছয় ম্যাচের ছয়টিতেও জিততে পারেন। মুস্তাফিজ বলেন, ‘অসম্ভব কোনো কিছু না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি। পেশাদার হিসেবে চিন্তা করলে আফসোসের কিছু নেই (দুই ম্যাচ হার) । হাতে ম্যাচ আছে ছয়টা। ছয় ম্যাচের ছয়টিই জিততে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball