অলিম্পিকে ক্রিকেট যুক্ত করার অনুমতি দিল আইওসি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
১২ মার্চ ২৫
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ছিল ক্রিকেট। কিন্তু এরপরই ক্রিকেটকে বাদ দেয়া হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রীড়া আসর থেকে। লম্বা সময় ধরেই অলিম্পিকে ক্রিকেট ফেরানো নিয়ে আলোচনা চলছে।
এরই মধ্যে অলিম্পিকে ক্রিকেট ফেরার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক হিসেবে রয়েছে লস অ্যাঞ্জেলস।

আসন্ন এই অলিম্পিক আসরে টি-টোয়েন্টি ক্রিকেটসহ পাঁচটি খেলাকে অন্তর্ভূক্তির অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসি সভাপতি টমাস বাখ ভারতের মুম্বাইয়ে আজ এই ঘোষণা দিয়েছেন।
যদিও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত হতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। সেদিন মুম্বাইয়ে আইওসির সদ???্যদের বৈঠিক অনুষ্ঠিত হবে। সেখানে সদস্যদের ভোট পেয়ে নির্বাচিত হলেই অলিম্পিকে যুক্ত হবে ক্রিকেট।
ক্রিকেট ছাড়াও অলিম্পিক কমিটির সুপারিশ করা খেলাধুলার মধ্যে রয়েছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও লাকরোসকে লস অ্যাঞ্জেলেস। গত ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য ২৮টি খেলা বেছে নেয়া হয়েছিল।
এর মধ্যে ছিল না ক্রিকেট। এরপর আরও বেশ কয়েকটি খেলা যুক্ত করার জন্য সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে আয়োজকরা। প্রাথমিক প্রস্তাবে ক্রিকেটসহ ৯টি খেলা ছিল।
যদিও এই তালিকা ইতোমধ্যে নেমে এসেছে পাঁচটির মধ্যে। ক্রিকেট যুক্ত হলে নারী ও পুরুষদের দুই বিভাগেরই টুর্নামেন্ট থাকবে অলিম্পিকে। সেখানে খেলতে পারে র্যাঙ্কিংয়ের ছয়টি শীর্ষ দল।