promotional_ad

মিশু-নাঈমদের দাপটের পর মঈনের ৭১

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে মঈন খানের হাফ সেঞ্চুরিতে লড়াই চালিয়ে গেছে বরিশাল বিভাগ। যদিও চট্টগ্রামের ইয়াসিন আরাফাত মিশু, নাঈম হাসান এবং ইরফান হোসেনের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ২৩৫ রান তুলেছে বরিশাল। মাত্র তিন রানে এগিয়ে থাকা চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে করেছে বিনা উইকেটে ১৬ রান। এখন পর্যন্ত ১৯ রানের লিড নিয়েছে দলটি।


আগের দিন ২৮ রান তুলতেই দুই উইকেট হারিয়েছিল বরিশাল। এ দিন সালমান ইমন এবং জাকারিয়া মাসুদরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে ইয়াসিন আরাফাত মিশুর বলে উইকেটরক্ষক ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান।


ফজলে রাব্বির সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফিরে যান জাকারিয়াও। ৯৮ বলে ৩৬ রান করে নাঈম হাসানের বলে শর্ট পয়েন্ট অঞ্চলে ইয়াসির আলী রাব্বির মুঠোবন্দী হন তিনি। এর এক ওভার পর ফিরে যান ফজলে রাব্বিও।



promotional_ad

৬০ বলে ২০ রানের ইনিংস খেলে ফিরে যান বরিশালের অধিনায়ক। দলের রান একশ হওয়ার আগেই শাহরিয়ার সাকিবের উইকেটও হারায় দলটি। ১৯ বল খেলে রানের খাতা খুলতে না পেরে ইয়াসিনের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।


আরো পড়ুন

তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম

১২ ডিসেম্বর ২৪
তামিমের আরেকটি দারুণ শট, ছবি: ক্রিকফ্রেঞ্জি

তারপর বল হাতে পাঁচ উইকেট নেয়া সোহাগ গাজী ও মঈন খান মিলে প্রতিরোধ গড়ে তুলেন। ৩৬ বলে চারটি চারে ৩৩ রান করা গাজীকে লেগ বিফোরের ফাঁদে ফেলে থামান হাসান মুরাদ। তারপর শামসুল ইসলাম অনিকের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মঈন।


উইকেটরক্ষক অনিককে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন ইয়াসিন। উইকেরক্ষক ইরফানকে ক্যাচ দেয়ার আগে ৫২ বলে ১২ রান করেন তিনি। এর চার ওভার পর ফিরে যান মঈন খান। ১০৯ বলে ৭১ রান করে ইরফান হোসেনের বলে ফিরে যান তিনি।


শেষদিকে কামরুল ইসলাম রাব্বির ৪৬ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে স্কোর বোর্ডে ২৩৫ রান তোলে বরিশাল। চট্টগ্রামের হয়ে তৃতীয় দিন শুরু করবেন পিনাক (৯*) এবং সৈকত (৬*)।



সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)-


চট্টগ্রাম প্রথম ইনিংস- ২৩৮/১০ (৭৮.২ ওভার) (পিনাক ৯৬, মুমিনুল ৯৪; সোহাগ ৫/৫৪)।
বরিশাল প্রথম ইনিংস- ২৩৫/১০ (৮২.২ ওভার) (মঈন ৭১, জাকারিয়া ৩৬; ইয়াসিন ৩/৫৬)।
চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস- ১৬/০ (৯ ওভার) (পিনাক ৯*, সৈকত ৬*)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball