মিশু-নাঈমদের দাপটের পর মঈনের ৭১
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের
২২ ডিসেম্বর ২৪
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে মঈন খানের হাফ সেঞ্চুরিতে লড়াই চালিয়ে গেছে বরিশাল বিভাগ। যদিও চট্টগ্রামের ইয়াসিন আরাফাত মিশু, নাঈম হাসান এবং ইরফান হোসেনের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ২৩৫ রান তুলেছে বরিশাল। মাত্র তিন রানে এগিয়ে থাকা চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে করেছে বিনা উইকেটে ১৬ রান। এখন পর্যন্ত ১৯ রানের লিড নিয়েছে দলটি।
আগের দিন ২৮ রান তুলতেই দুই উইকেট হারিয়েছিল বরিশাল। এ দিন সালমান ইমন এবং জাকারিয়া মাসুদরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে ইয়াসিন আরাফাত মিশুর বলে উইকেটরক্ষক ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান।
ফজলে রাব্বির সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফিরে যান জাকারিয়াও। ৯৮ বলে ৩৬ রান করে নাঈম হাসানের বলে শর্ট পয়েন্ট অঞ্চলে ইয়াসির আলী রাব্বির মুঠোবন্দী হন তিনি। এর এক ওভার পর ফিরে যান ফজলে রাব্বিও।

৬০ বলে ২০ রানের ইনিংস খেলে ফিরে যান বরিশালের অধিনায়ক। দলের রান একশ হওয়ার আগেই শাহরিয়ার সাকিবের উইকেটও হারায় দলটি। ১৯ বল খেলে রানের খাতা খুলতে না পেরে ইয়াসিনের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।
তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম
১২ ডিসেম্বর ২৪
তারপর বল হাতে পাঁচ উইকেট নেয়া সোহাগ গাজী ও মঈন খান মিলে প্রতিরোধ গড়ে তুলেন। ৩৬ বলে চারটি চারে ৩৩ রান করা গাজীকে লেগ বিফোরের ফাঁদে ফেলে থামান হাসান মুরাদ। তারপর শামসুল ইসলাম অনিকের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মঈন।
উইকেটরক্ষক অনিককে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন ইয়াসিন। উইকেরক্ষক ইরফানকে ক্যাচ দেয়ার আগে ৫২ বলে ১২ রান করেন তিনি। এর চার ওভার পর ফিরে যান মঈন খান। ১০৯ বলে ৭১ রান করে ইরফান হোসেনের বলে ফিরে যান তিনি।
শেষদিকে কামরুল ইসলাম রাব্বির ৪৬ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে স্কোর বোর্ডে ২৩৫ রান তোলে বরিশাল। চট্টগ্রামের হয়ে তৃতীয় দিন শুরু করবেন পিনাক (৯*) এবং সৈকত (৬*)।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)-
চট্টগ্রাম প্রথম ইনিংস- ২৩৮/১০ (৭৮.২ ওভার) (পিনাক ৯৬, মুমিনুল ৯৪; সোহাগ ৫/৫৪)।
বরিশাল প্রথম ইনিংস- ২৩৫/১০ (৮২.২ ওভার) (মঈন ৭১, জাকারিয়া ৩৬; ইয়াসিন ৩/৫৬)।
চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস- ১৬/০ (৯ ওভার) (পিনাক ৯*, সৈকত ৬*)।