মুমিনুল-পিনাকের সেঞ্চুরি মিসের দিনে গাজীর ৫ উইকেট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের
২২ ডিসেম্বর ২৪
বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই শুরু হলো জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ। এনসিএলের প্রথম দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে সেঞ্চুরি মিস করেছেন চট্টগ্রাম বিভাগের দুই ব্যাটার পিনাক ঘোষ এবং মুমিনুল হক। দুজনই ফিরেছেন নার্ভাস নাইনটিজে। এই দুজনের উইকেটসহ এ দিন পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বরিশালের স্পিনার সোহাগ গাজী।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭৮.২ ওভারে ২৩৮ রান তুলে প্রথম ইনিংসে অলআউট হয় চট্টগ্রাম। তারপর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বরিশাল। ২৮ রান তুলতেই দুই উইকেট হারায় তারা। দিন শেষে বরিশাল পিছিয়ে আছে ২১০ রানে।
এ দিন শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তিন ওভারের মধ্যেই ওপেনার সৈকত আলীর উইকেট হারায় তারা। ৬ রান করা সৈকতকে প্যাভিলিয়নে ফেরান কামরুল ইসলাম রাব্বি। তারপর ১৯১ রানের জুটি গড়েন পিনাক এবং মুমিনুল।

এই জুটি পূর্ণতা পায়নি। দুজনই ফেরেন সেঞ্চুরি মিসের গ্লানি নিয়ে। নিজের করা পরপর দুই ওভারে মুমিনুল-পিনাককে ফেরান সোহাগ। এই স্পিনারের বলে লং অনে ক্যাচ তুলে ফিরে যান মুমিনুল। ফেরার আগে ১৭৩ বলে পাঁচটি চারের সাহায্যে ৯৪ রান করেন তিনি।
তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম
১২ ডিসেম্বর ২৪
পরের ওভারে রান আউট হয়ে ফিরে যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি। কোনও রান আসেনি তার ব্যাটে। এরপরের ওভারে সোহাগ ফিরিয়ে দেন পিনাককেও। ১৭৮ বলে ১১টি চারে ৯৬ রান তোলা পিনাক সরাসরি বোল্ড হয়ে ফিরে যান।
একই স্পেলে নিজের পরের ওভারে ইরফান শুক্কুরকে ফেরান সোহাগ। ডিপ মিড উইকেটে লফটেড শট খেলতে গিয়ে ছয় রানে বিদায় নেন ইরফান। শেষ ৪০ রানে ৯ উইকেট হারায় ঘরের মাঠে খেলা চট্টগ্রাম। শেষ দিকে শামিম ১২ এবং মোহাম্মদ ইরফান হোসেন অপরাজিত ১৪ রান করেন।
বরিশালের হয়ে সোহাগ পাঁচ উইকেট নেন ৫৪ রান খরচায়। রাব্বি ও মঈন দুটি করে উইকেট নেন। বরিশালের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন জাকারিয়া মাসুদ (১*) এবং সালমান হোসেন ইমন (১০*)। চট্টগ্রামের হয়ে দুটি উইকেটই নেন ফাহাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম প্রথম ইনিংস- ২৩৮/১০ (৭৮.২ ওভার) (পিনাক ৯৬, মুমিনুল ৯৪; সোহাগ ৫/৫৪)।
বরিশাল প্রথম ইনিংস- ২৮/২ (৯ ওভার) (সালমান ১০*; ফাহাদ ২/৪)।