promotional_ad

সেরে উঠলেও পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত গিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১২ মার্চ ২৫
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুভমান গিল। তবে ডেঙ্গু থেকে সেরে উঠায় আহমেদাবাদে যোগ দিচ্ছেন তরুণ এই ওপেনার। যদিও পাকিস্তানের বিপক্ষে তার খেলা এখনও নিশ্চিত নয়।


বিশ্বকাপের আগে থেকেই ডেঙ্গু জ্বরে ভুগছেন গিল। যে কারণে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারানো ম্যাচে খেলতে দেখা যায়নি তাকে। এরপর আফগানিস্তানের বিপক্ষে খেলতে চেন্নাই থেকে দিল্লিতে যায় ভারত। সেখানে দলের সাথে যাননি গিল।


ভারত যখন আফগানিস্তানের বিপক্ষে মাঠে খেলছে তখন তরুণ এই ওপেনারকে নিয়ে সুখবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।। তাদের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে উঠেছেন তিনি। এমনকি সেখান থেকে ছাড়াও পেয়েছেন।



promotional_ad

যার ফলে পরের ম্যাচের ভেন্যু আহমেদাবাদে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। তবে ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। গিলকে নিয়ে পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘গিল এখন পুরোপুরি ঠিক আছে।’


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

৩ ঘন্টা আগে
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

‘সে আজই চেন্নাই থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। এটা এখনও নিশ্চিত না যে বৃহস্পতিবার সে মতেরায় অনুশীলন করবে কিনা। সে ভালোভাবেই সেরে উঠেছে। তবে পাকিস্তানের বিপক্ষে সে খেলতে পারবে কিনা সেটার নিশ্চয়তা নেই।’


ব্যাট হাতে চলতি বছর দারুণ ছন্দে আছেন গিল। এখন পর্যন্ত ৭২.৩৫ গড়ে ১ হাজার ২৩০ রান করেছেন তরুণ এই ওপেনার। যেখানে তার স্ট্রাইক রেট ১০৫.০৩। নিজের সবশেষ চার ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন গিল।


যার শেষ দুটিই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন। এমন ছন্দে থাকা এই ব্যাটারের ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গিল কবে ফিরতে পারবে এ নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।



অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে গিল না খেলায় রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস শুরু করেছিলেন ইশান কিশান। যদিও ব্যাট হাতে ভালো করতে পারেননি তিনি। এক বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষেও খেলেছেন ইশান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball