নতুন বলে তাসকিনের অফ-ফর্ম বাংলাদেশকে ভুগিয়েছে: মিসবাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
৮ এপ্রিল ২৫
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলে সাফল্য পাননি তাসকিন আহমেদ। বাংলাদেশের ম্যাচ হারের পেছনে এটাকেই অন্যতম কারণ হিসেবে মনে করছেন মিসবাহ উল হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, তাসকিনের অফ-ফর্মে থাকায় এদিন আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে গেছেন ডেভিড মালান।
ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভারে ৩৮ রান দিয়েছেন তাসকিন। শেষদিকে কেবল ক্রিস ওকসের উইকেট নিয়েছেন এই পেসার। শুরুর দিকে ডেভিড মালান এবং জনি বেয়ারস্টোর সামনে তেমন কোনো আতঙ্কই সৃষ্টি করতে পারেননি তিনি।

আর এই সুযোগে ১৭.৫ ওভারে ১১৫ রান তোলে এই দুজন। শেষ পর্যন্ত মালানের ১০৭ বলে খেলা ১৪০ রানের অসাধারণ ইনিংসে স্কোর বোর্ডে ৯ উইকেটে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। শুরুর দিকে অবশ্য মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা করেন মিসবাহ।
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৭ ঘন্টা আগে
তিনি বলেন, 'বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করছে নতুন বলে তাসকিনের ফর্মকে। সে তাদের একাদশের অবিচ্ছেদ্য একজন বোলার। সে এখানে নতুন বলে উইকেট পাচ্ছে না। যার কারণে নতুন বলে অনেক বেশি চাপ আসছে। আর ইংল্যান্ড এমন একটা দল, যারা একবার ভালো শুরু পেয়ে গেলে সামনে যেতেই থাকে।'
'মালান একবার থিতু হয়ে যাওয়ার পর বাংলাদেশকে সেট হতে দেয়নি। সে খেলাটাকে নিজের আয়ত্তে নিয়ে যায়। ভালো ভালো বলে মালান এমন সব শট খেলেছে.. এমন ভাবে উড়িয়ে মেরেছে সেটা দারুণ মুস্তাফিজ তাকে বেশ কয়েকটি ভালো বল করেছে, যেগুলো সে অনায়াসে মেরেছে।'
অফ-ফর্ম বলতে অবশ্য কেবল বিশ্বকাপকেই বুঝিয়েছেন মিসবাহ। পাকিস্তানের একটি টিভিতে আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলার সময় পাশ থেকে তাকে ওয়াসিম আকরাম মনে করিয়ে দেন, 'তাসকিন এশিয়া কাপেও দারুণ ফর্মে ছিলেন'।