২০২৮ অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
১২ মার্চ ২৫
অলিম্পিকে ক্রিকেট যোগ করার দাবি অনেক দিনের। এতদিন সেটা অন্তর্ভূক্ত না হলেও ২০২৮ অলিম্পিকে দেখা যাবে ছেলে ও মেয়েদের ক্রিকেট। এ নিয়ে আগামী সপ্তাহে ভারতে একটি সভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই অলিম্পিকে ক্রিকেট যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
২০০৭ সালে অলিম্পিকের 'স্বীকৃতির মর্যাদা' পেলেও যুক্ত করা হয়নি ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিনিয়ত চেষ্টা করলেও এখন পর্যন্ত অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত করতে পারেনি। তবে গত দুই বছর আলোচনা ব্যাপকভাবে এগিয়ে নিয়েছে তারা।

২০২৮ অলিম্পিকে ক্রিকেট যুক্ত করতে নিজেদের সবরকম চেষ্টা চালিয়ে গেছে আইসিসি। এই ব্যাপারে অবশ্য আগেই সংবাদ প্রকাশ করেছিল ইংল্যান্ডের প্রভাবশালী গণমাধ্যম দ্যা টেলিগ্রাফ। এবার এ নিয়ে মন্তব্য করেছে স্বয়ং আইসিসি।
এই ব্যাপারে আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে বলেন, 'আমরা আনন্দের সাথে ঘোষণা দিচ্ছি এলএ২৮ এর আয়োজকরা অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করার কথা বলেছে। এটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে গত এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো ক্রিকেটকে দেখা যেতে এটা দারুণ একটি মাইলফলক।'
'গত দুই বছরে খেলাকে ছড়িয়ে দিতে তাদের এমন সমর্থনের জন্য আমি এলএ২৮কে ধন্যবাদ জানাতে চাই। আশা করব, ভারতে বিশ্বকাপ চলাকালে আগামী সপ্তাহে যে সভা হবে সেখানেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।'
যদিও ক্রিকেটের কোন সংস্করণকে অলিম্পিকে সংযুক্ত করা হবে সেটা নিয়ে বিস্তারিত কিছুই বলেনি আইসিসি। এর আগে টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে বলেছিল, র্যাঙ্কিংয়ের সেরা ছয়ে থাকা দলগুলো নিয়েই অলিম্পিকে আয়োজিত হবে ক্রিকেট।
ইংল্যান্ডের এই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজাতে পারবে দলগুলো। টুর্নামেন্টে অংশ নেয়া ৬ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। পয়েন্ট টেবিলে প্রতিটি গ্রুপের সেরা দুইয়ে থাকা দলগুলো সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি থেকে নির্ধারণ করা হবে ব্রোঞ্জ পদক জয়ী।